লেনোভো গত জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে ঘোষণা করে তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন কে৯০০-এর যেটি একটি ইনটেল প্রসেসরের স্মার্টফোন। অবশেষে লেনোভো ডিভাইসটি আগামী মাসের ৬ তারিখে বাজারে আনার কথা ঘোষণা করেছে।
তবে প্রাথমিকভাবে কেবল চীনের বাজারেই ৫.৫ ইঞ্চি ১০৮০পি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ও ডুয়েল-কোর ইনটেল প্রসেসরের এই স্মার্টফোনটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে জিএসএমএরিনা। ৪০১ পিপিআই-এর এই ফোনে থাকছে করনিং গরিলা গ্লাস ২, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ ও সঙ্গে মাইক্রো-এসডি মেমোরি কার্ড ঢোকানোর স্লট, এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধাসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
লেনোভো কে৯০০ ফোনের মূল বিশেষত্বই হচ্ছে এর ইনটেলের প্রসেসর। এতে ব্যবহৃত হচ্ছে Intel Atom Z2580 ডুয়েল-কোর প্রসেসর যার গতি সর্বোচ্চ ২ গিগাহার্জ। এছাড়াও এর জিপিইউ হিসেবে দেয়া হয়েছে PowerVR SGX544. তবে ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্যই এখনও জানায়নি লেনোভো।
স্পষ্টতঃই লেনোভো আগে চীনের বাজারে ডিভাইসটি আনছে মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য। সফলতার মুখ দেখলে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের বাজারেও বাজারজাত করা হতে পারে মূলত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভোর এই অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন চালিত স্মার্টফোন।
আপনি ইনটেল প্রসেসরের স্মার্টফোন চালাতে আগ্রহী কি?