ফাঁস হলো স্যামসাং গ্যালাক্সি এস ৪-এর স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস ৪ ইতোমধ্যেই সাড়া তুলেছে প্রযুক্তিপ্রেমী ও অ্যান্ড্রয়েডপ্রেমীদের মাঝে। যারা মাত্র গ্যালাক্সি এস ৩ কিনেছেন, তারা বাদে আর প্রায় সবাই-ই গ্যালাক্সি এস ৪-এর জন্য অপেক্ষা করে রয়েছেন। এর আগে জানা গেছে আসছে মে মাসের ১৫ তারিখেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে পারে গ্যালাক্সি এস ৪ ডিভাইস। আর তাই একের পর এক গুজব ও তথ্য ফাঁসের হারও বেড়ে চলেছে। সেই ধারাবাহিকতায় এবার পাওয়া গেছে গ্যালাক্সি এস ৪ এর বিস্তারিত হার্ডওয়্যার স্পেসিফিকেশন।

দক্ষিণ কোরিয়ার এক কোম্পানি Mirae Asset Group-এর একটি গোপন পিডিএফ ফাইল সম্প্রতি ফাঁস হয়েছে যেটায় স্যামসাং গ্যালাক্সি এস ৪ সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। যেমনটা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, স্যামসাং-এর অন্যান্য ডিভাইসের পাশাপাশি গ্যালাক্সি এস ৪-এর স্পেসিফিকেশন দেয়া আছে।

ফাইলে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস ৪-এ থাকছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিন, এক্সিনস ৫৪৪০, ৫” ডিসপ্লে যার রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। এছাড়াও এতে ২ গিগাবাইট RAM-ও থাকছে। তবে এর আকার ও ওজন সম্পর্কিত কোনো তথ্য দেয়া হয়নি।

খুশির খবর হচ্ছে, রিলিজের তারিখের ঘরে চলতি বছরের মার্চের তারিখ লেখা রয়েছে। তাই এই ধারণা আরও প্রবল হলো যে, আগামী মাসেই অবমুক্ত হবে স্যামসাং গ্যালাক্সি এস ৪।

গ্যালাক্সি এস ৪-এর জন্য কেউ কি অপেক্ষা করছেন?