আসছে সনি এক্সপেরিয়া এ (Xperia A)

এক্সপেরিয়া লাইন আপে যোগ হতে যাচ্ছে নতুন দুটি স্মার্টফোন এমন তথ্য জানিয়েছে জাপানী একটি ওয়েবসাইট। মোবাইল অপারেটর ডোকোমো এবং কেডিডিআই এর হাত ধরে ফোন দু’টি প্রাথমিক ভাবে শুধু জাপানের বাজারেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কী থাকছে নতুন এই ফোনগুলোতে? সে ব্যাপারেও বেশ কিছু তথ্য ফাঁস করেছে ওয়েবসাইটটি।

ডকোমোর স্মার্ট ফোন এর নাম হবে এক্সপেরিয়া এ; যার কোডনেম ডোগো। 4.6″ ফুল এইচডি এই ফোনটি সামনের গ্রীষ্মের আগেই বাজারে আসতে পারে। স্ন্যাপড্রাগন ৬০০ চিপসেটের সাথে ২ গিগাবাইট র‍্যাম থাকছে এই ফোনটিতে। আর এতে ৩২ গিগাবাইট স্টোরেজ থাকার কথা জানা গেছে। ২৩০০ mAh ব্যাটারি সম্বলিত এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে থাকছে মোবাইল ওয়ালেট, one seg আর ইনফ্রারেড। সাথে ইদানীং সনি ফোনের ট্রেডমার্ক বনে যাওয়া ময়লা এবং পানি প্রতিরোধক বডি দেয়া হয়েছে এই ফোনে।

Xperia UL নামে বাজারে আসবে সনির আরেকটি ফোন, যার কোডনেম গাগা। দেখতে অনেকটা xperia ZL এর মতন এই ফোনটাতে রয়েছে xperia A এর কনফিগারেশন, শুধু পার্থক্য হল এতে থাকবে 5 ইঞ্চি 1080p এর ডিসপ্লে।

সামনেই বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ৪ ও আইফোন ৫এস। সেই সঙ্গে এইচটিসির ওয়ান-ও এখনও বাজারে নতুন খেলোয়াড়। তাই জোরালো ভাবে এও ধারণা করা হচ্ছে, ফোনগুলো একই সাথে সারাবিশ্বেই বাজারজাত করা হতে পারে।

তবে এসব তথ্য গুজবের যে পর্যায়েই থাকুক না কেন, সনির 6. 4 ইঞ্চি 1080 পিক্সেলের ‘ফ্যাবলেট ‘ এর বাজারে আসা নাকি নিশ্চিতই। অন্তত এমনটাই জানা গেছে সূত্রে।