[রুট টিউটোরিয়াল] রুট করুন আপনার Symphony W50

symphony w50

অ্যান্ড্রয়েডের পুরো সুবিধাটুকু পেতে অনেক ব্যবহারকারীই ডিভাইস কেনার আগে থেকেই রুট করা যাবে কি না তা খোঁজ-খবর করতে শুরু করেন। ইন্টারনাল স্টোরেজ বাড়ানো, সিপিইউ ওভারক্লক, আন্ডারক্লক ইত্যাদি সুবিধা পেতে রুট করা বাঞ্ছনীয়। তবে অনেকেই ডিভাইস কিনে ফেলেন এবং পরে রুটের উপকারিতা বুঝতে পেরে রুট করার উপায় খুঁজতে থাকেন। সিম্ফনি ডব্লিউ ৫০ ব্যবহারকারীদের রুটের পদ্ধতি জানাতেই আজকের এই পোস্ট।

Root Symphony W50

রুট করতে যা যা দরকার:

  • রুট কী ও কেন এ সম্পর্কে স্বচ্ছ ধারণা।
  • রুট করলে ওয়ারেন্টি থাকবে না।>
  • একটি USB ক্যাবল।
  • আর ১০ মিনিট সময়

Driver ইন্সটল করা

  • প্রথমে এখান থেকে Driver গুলো ডাউনলোড করে নিন 32Bit OS এর জন্য – 64Bit OS এর জন্য
  • Driver এর সেটআপ ফাইলটি আপনার Desktop এ কপি করুন।
  • এখন .exe ফাইলটি ওপেন করুন।
  • এখন প্রথমবার ১ চাপুন (For Generic Driver)
  • তারপর আপনি যেই ওএস ব্যবহার সেই নাম্বারটি চাপুন (যেমন উইন্ডোজ ৭ ইউজাররা ৩ চাপবেন)
  • এখন Driver Install হয়ে গেলে আপনার মোবাইলটি PC তে কানেক্ট করুন এবং My Computer>Properties>Device Manger এ গিয়ে Disk Drive এ যদি দেখেন Micromax A75 USB Drive তাহলে আপনার Driver ঠিকমত Install হয়েছে! (না দেখালে আবার করুন)

নতুন Firmwere Install করা

  • প্রথমে SP_flash_tool টি ডাউনলোড করুন এই লিংক থেকে
  • তারপর Micromax এর Official Firmwere ফাইল ডাউনলোড করুন এই লিংক থেকে
  • দুটো Zip File extract করুন! ৪.SP_Flash_Tool এ যেয়ে Flash_Tool.exe ফাইলটিকে Run as Administrator দিয়ে ওপেন করুন।

Flash_tool এ গিয়ে Scatter Loading এ চাপ দিন এবং পরে ফাইল চাইলে আরেকটি Zip File যে Extract (A75_0201_V3006) করেছিলেন ওখান থেকে MT6573_Android_scatter ফাইলটি Select করুন।

এখন Preloader-থেকে টিক উঠিয়ে দিন!

এখন এই ফাইলটি ডাউনলোড করুন ও তারপর Recovery তে চাপ দিয়ে ওই recovery,img টি Select করুন !

  • এখন আপনার ফোনটি বন্ধ করুন এবং পিসি থেকে খুলে ফেলুন।
  • তারপর flash_tool এ Download দেওয়ার একটু পরে মোবাইলটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন।
  • তারপর ফ্ল্যাশিং শুরু হলে একটু অপেক্ষা করুন।
  • শেষ হয়ে গেলে মোবাইলটি পিসি থেকে ডিসকানেক্ট করুন।

Root করা

এখন এই ফাইলটি ডাউনলোড করে আপনার মেমোরি কার্ডে পোস্ট করুন। সরাসরি মেমোরি কার্ডের ভেতর রাখবেন। কোনো ফোল্ডারে নয়।
ফোন অফ থাকা অবস্থায়ই Power Button + Volume Up একসাথে ধরে রেখে ClockworkMOD recovery তে প্রবেশ করুন। এইখানে আপনার ফোন এর Screen কাজ করবে না ! তাই বাটন ব্যাবহার করতে হবে !

এখন প্রথমে Install Zip from SD তে যান ও Install Zip from SD দিন।

তারপর যেই ফাইলটি নামিয়েছিলেন ওটি Select করুন।

Install শেষ হয়ে গেলে Phone Reboot করুন।

এই পর্যন্ত সব ঠিকঠাকভাবে করতে পারলে হয়ে গেল আপনার সিম্ফনি ডব্লিউ ৫০ রুট করা। এখন আপনি চাইলে কাস্টম রম ইন্সটল করতে পারবেন, লিংক২এসডি-এর মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়াতে পারবেন ও রুট প্রয়োজন এমন সব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।

আপনার সিম্ফনি ডব্লিউ ৫০ রুট করেছেন কি?