এইচটিসির ৫ ইঞ্চি আকারের বাটারফ্লাই জে ফোন নিয়ে অনেক শোরগোল পড়ে গেলেও বস্তুত খুব একটা নাড়া ফেলতে পারেনি বাস্তব বাজারে। কীভাবেই বা ফেলবে, নির্দিষ্ট কিছু এশিয়ার বাজার ছাড়া ইউরোপ-আমেরিকার বাজারে এই ফোন মুক্তিই পায়নি। তবে এবার ভারতে এই ফোন মুক্তি দেয়ার পরিকল্পনা করছে এইচটিসি, এমনটিই শোনা যাচ্ছে।
ভারতের একটি ওয়েবসাইটের সূত্রে জানা গেছে, ৪৪,০০০ ভারতীয় রুপিতে এই মাসের শেষেই দেশটিতে এইচটিসির এই ৫ ইঞ্চি চমক মুক্তি পেতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরদিন থেকেই ক্রেতার ফোনটি কিনতে পারবেন বলে জানা গেছে।
ভারতে স্মার্টফোনের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে মাইক্রোম্যাক্সসহ বেশ কিছু কোম্পানির সুবাদে অ্যান্ড্রয়েড ফোনের জনপ্রিয়তা দেশটিতে এখন তুঙ্গে। এর আগে ব্ল্যাকবেরির যুগেও ভারতে ভালো জনপ্রিয়তা লুফে নিয়েছিল ব্ল্যাকবেরি। তবে ৪৪ হাজার রুপি দামে বিক্রি হলে এইচটিসি বাটারফ্লাই জে হতে যাচ্ছে দেশের সবচেয়ে দামী স্মার্টফোন।
তবে ৫” 1080p ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এস৪ প্রো ও ২ গিগাবাইট র্যামের কল্যাণে দামটাকে যথার্থই বলা চলে। আর যেহেতু ভারতে চলে আসছে, দেশীয় ইমপোর্টাররা হয়তো শিগগিরই বাংলাদেশের বাজারেও নিয়ে আসবেন এইচটিসির নতুন এই ফোন। যদিও আমাদের ধারণা খুব একটা বাজিমাৎ করতে পারবে না এই ফোন।