ইউরোপের বাজারে সনি আনছে পোর্টেবল চার্জার ব্যাংক

সনি পোর্টেবল চার্জার

কয়েক বছর আগের কথা মনে করে দেখুন যখন আপনি একবার আপনার মোবাইল চার্জ দিতেন আর সারা সপ্তাহ চার্জ নিয়ে টেনশন করতে হতো না। কত মজার ছিল সেই দিনগুলো, তাই না? অবশ্য নস্টালজিক হয়ে পড়ার কোনো কারণ নেই। তখন আপনার ফোনে ছিল ক্যালকুলেটর আর স্নেক গেম; আর এখন আছে জিপিএস আর জিটিএ ভাইস সিটি। আর এই তফাতের কারণেই বেঁকে বসেছে ব্যাটারি। আগের মতো ব্যাকআপ দিতে এখন আর সে রাজি নয়।

স্মার্টফোন ব্যবহারকারীদের প্রধান অসুবিধার মধ্যে একটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ কম থাকা। কিছু টিপস মেনে চললে ব্যাকআপ বাড়ানো সম্ভব বটে, কিন্তু তা মোটেই আরেকটি ব্যাটারির রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহারযোগ্য নয়। দু’টো ব্যাটারি বহন করাও বেশ ঝামেলার কাজ। আর তাই সনি এবার তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের কথা ভেবে নিয়ে এসেছে পোর্টেবল চার্জার।

CP-F1L ও CP-F2L নামের এই দু’টি পোর্টেবল চার্জার মূলত ব্যাংক হিসেবে কাজ করে। অর্থাৎ, এগুলো বিদ্যুৎ ধরে রাখে। ফলে যাত্রার সময় যখনই আপনার ব্যাটারির ব্যাকআপ কমে আসবে, তখন এগুলোর সঙ্গে ফোন সংযুক্ত করলেই চার্জ হতে শুরু করবে ব্যাটারি। বলা বাহুল্য, এই পোর্টেবল চার্জারগুলোকেও আপনাকে বাসা থেকে চার্জ করে নিয়ে আসতে হবে।

CP-F1L চার্জার সর্বমোট ৩০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি ধরে রাখতে পারে। অর্থাৎ, ১৫০০ এমএএইচ ব্যাটারি এই চার্জার দিয়ে দুইবার পূর্ণ চার্জ করা সম্ভব। অন্যদিকে CP-F2L ধরে রাখতে পারে ৭০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। অর্থাৎ, ১৫০০ এমএএইচ ব্যাটারি এই চার্জার দিয়ে চারবারেরও বেশি পূর্ণ চার্জ করা সম্ভব।

সনি জানিয়েছে, দু’টো চার্জার দিয়েই একসঙ্গে দু’টি স্মার্টফোন চার্জ দেয়া যাবে। আর এটির আকারও স্মার্টফোনের মতোই ছোট এবং ওজনেও বেশ পাতলা। সচরাচর ইউএসবি ক্যাবল দিয়ে সংযুক্ত করেই আপনি এর মাধ্যমে স্মার্টফোন চার্জ করে নিতে পারবেন।

এই চার্জারগুলোও আপনি সরাসরি এসি অ্যাডাপ্টার অথবা কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করেই চার্জ করে নিতে পারবেন। আর সব ধরণের স্মার্টফোনই চার্জ করতে পারবেন নতুন এই পোর্টেবল চার্জার ব্যবহার করে।

তবে এই চার্জারগুলো ইতোমধ্যেই ভারত ও জাপানের বাজারে বিক্রি করছে সনি। ডিসেম্বরের মাঝামাঝিই ইউরোপের দেশগুলোতেও এই চার্জার বিক্রি শুরু হবে বলে সূত্র জানিয়েছে। দাম সংক্রান্ত কোনো তথ্য জানা না গেলেও ভারত ও জাপানের বাজারে এগুলোর দাম অনুযায়ী ৫০ থেকে ৮০ ডলারের মধ্যেই বিক্রি হতে পারে এসব চার্জার।