নিজেরাই ওয়্যারলেস নেটওয়ার্ক আনার পরিকল্পনা করছে গুগল

উপরে উঠেই চলেছে অ্যান্ড্রয়েড!

যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য এটিঅ্যান্ডটি বা ভেরিজনের মতোই নিজস্ব ওয়্যারলেস সেবা আনার পরিকল্পনা করছে গুগল। জানা গেছে, এ নিয়ে ইতোমধ্যেই ডিশ নেটওয়ার্কের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ডিশ নেটওয়ার্কের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গুগল যদি এই ওয়্যারলেস নেটওয়ার্ক চালু করতে সক্ষম হয়, তাহলে তা এটিঅ্যান্ডটি ও ভেরিজনের মতো জনপ্রিয় ওয়্যারলেস সেবাগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে যেসব কোম্পানি ইতোমধ্যেই গুগলের অ্যান্ড্রয়েড-চালিত বিভিন্ন স্মার্টফোন চুক্তিসহ বিক্রি করে থাকে।

চুক্তি হচ্ছে সাধারণত ২ বছর ব্যাপী এক ধরনের চুক্তি যার মাধ্যমে ক্রেতা বা গ্রাহক যে কোনো স্মার্টফোন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঐ নেটওয়ার্কের সঙ্গে থাকার বিনিময়ে মাসিক কিস্তিতে কিনতে পারে। আরও সহজভাবে বললে, মাসিক কিস্তিতে পরিশোধ করে স্মার্টফোন ব্যবহারের সুযোগকেই যুক্তরাষ্ট্রে “কন্ট্রাক্ট” হিসেবে পরিচিত। সাধারণত এ ধরনের কন্ট্রাক্টের মেয়াদ ২ বছর হয়ে থাকে।

সূত্র জানিয়েছে, ২০০৮ সালে ডিশ ওয়্যারলেস স্পেকট্রাম কিনেছে যাদের পরিকল্পনা ছিল এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা। গুগলের পাশাপাশি আরও কিছু কোম্পানির সঙ্গে ডিশ আলোচনায় বসেছে বলে জানা গেছে। চেয়্যারম্যান চার্লি এরগ্যানের মতে, তাদের সম্ভাব্য গ্রাহকদের মধ্যে রয়েছে এমন সব কোম্পানি যারা ওয়্যারলেস ইন্ডাস্ট্রিতে আসতে ইচ্ছুক কিন্তু এখনও এ জাতীয় কোনো সেবা দিচ্ছে না। তবে তিনি গুগলের নাম আলাদাভাবে উল্লেখ করেননি।

ওয়্যারলেস স্পেকট্রামের জন্য গুগল ২০০৮ সালে বিড করলেও এটিঅ্যান্ডটি ও ভেরিজনের কাছে তারা হেরে যায়। তবে ওয়্যারলেস সেবা না থাকলেও তারা কানসাস সিটিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে।

গুগলের পরিকল্পনা দেখে মনে হচ্ছে তারা অনেক আগেই বাজার হাতিয়ে নেয়ার এই মাস্টারপ্ল্যান করে ছিল। প্রথমে তারা অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কিনে নিয়ে তা সব বড় স্মার্টফোন নির্মাতাদের ব্যবহারের সুযোগ দিয়েছে। এতে করে অ্যান্ড্রয়েড জিতে নিয়েছে গ্রাহকদের মন। এরপর তারা এনেছে নিজেদের নেক্সাস ফোন এবং ট্যাবলেট। স্বভাবতঃই গ্রাহকরা এখন অন্যান্য ফোনের চেয়ে নেক্সাস কিনতে বেশি আগ্রহী হবেন। আর এরপর গুগল যদি সাশ্রয়ী ওয়্যারলেস সেবা চালু করে, তাহলে সেখানেও তাদের গ্রাহকের অভাব হওয়ার কথা না।

আসলেই মাস্টারপ্ল্যান! আপনার কী মত?