হুয়াই আনছে ৬.১ ইঞ্চি আকারের দৈত্য ফোন!

হুয়াই অ্যান্ড্রয়েড ফোন

না, নামটা দৈত্য ফোন নয়। কিন্তু ৬.১ ইঞ্চি আকারের ফোন যদি কানে ঠেকাতে হয়, তাহলে ফোনকে দৈত্য না বললেও আপনাকে দৈত্য বলতে কিন্তু ভুল করবে না আশেপাশের মানুষ!

অ্যাসেন্ড মেট নামের ৬.১ ইঞ্চি আকারের একটি ফোন তৈরি করেছে হুয়াই। সূত্র জানিয়েছে, জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৩-তেই এটি প্রদর্শনী করা হবে।

সাধারণত ৭ ইঞ্চি আকারের ডিভাইসগুলোকে ট্যাব হিসেবে ধরা হয় আর ৫ ইঞ্চির উপরে ফ্যাবলেট (ফোন + ট্যাবলেট; যেমন গ্যালাক্সি নোট)। কিন্তু, হুয়াই এই ৬.১ ইঞ্চি আকারের ডিভাইসকে ফোন বলেই পরিচয় দিচ্ছে। শনিবার হুয়াই-এর সিইও রিচার্ড ইউ হুয়াই-এর একটি স্টোরে হঠাৎই পকেট থেকে নতুন এই ডিভাইসটি বের করে সবাইকে দেখান।

এনগ্যাজেট জানিয়েছে, অ্যাসেন্ড মেট ফোনে থাকছে ১.৮ গিগাহার্জ কোয়াড-কোর HiSilicon K3V3 প্রসেসর ও ৪,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। তবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি যদিও ফাঁস হওয়া ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে এটি অন্তত অ্যান্ড্রয়েড অাইসক্রিম স্যান্ডউইচ অথবা এর পরের কোনো সংস্করণে চলছে। তবে সিইএস ২০১৩-এর আগে এ ব্যাপারে বিস্তারিত কিছুই নিশ্চিত করে বলার অবকাশ নেই।

পাঠকদের মধ্যে হুয়াই-এর দৈত্য ফোন দেখে কেনার শখ জাগছে নাকি কারো?