যুক্তরাজ্যে অ্যাপলকে স্যামসাং-এর কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলো আদালত

অ্যাপল স্যামসাং

যুক্তরাজ্যে অ্যাপল মামলা করেছিল এই অভিযোগ করে যে, স্যামসাং-এর একাধিক অ্যান্ড্রয়েড ট্যাবলেটে আইপ্যাডের নকল করে ডিজাইন করা হয়েছে। অ্যাপল গোটা ইউরোপজুড়ে স্যামসাং-এর ট্যাবলেটগুলো বিক্রি বন্ধের জন্য আবেদন জানালে আদালত তা নাকচ করে। তার প্রেক্ষিতে আপিল করে অ্যাপল। সেই আপিলের প্রেক্ষিতে সম্প্রতি বৃটেনের কোর্ট অফ আপিল রায় দিয়েছে, কিছুটা সাদৃশ্য থাকলেও স্যামসাং তাদের ট্যাবলেটে অ্যাপলের কোনো ডিজাইন নকল করেনি বা অবৈধভাবে মেরে দেয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালত এ রায়ের পাশাপাশি অ্যাপলকে তাদের ওয়েবসাইটে ও নির্দিষ্ট কিছু সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে যে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং তাদের ট্যাবলেট ডিভাইস তৈরিতে অ্যাপলের ডিজাইন নকল করেনি।

যুক্তরাজ্যে বা বৃটেনের আদালত এই রায় দিলেও এটি গোটা ইউরোপজুড়ে কার্যকর থাকবে। তাই আশা করা হচ্ছে, এই রায়ের পর ইউরোপজুড়ে স্যামসাং ও অ্যাপলের ট্যাবলেটের ডিজাইন নিয়ে আইনি যুদ্ধের ইতি ঘটবে। তবে অ্যাপল চাইলে আবারও আপিল করতে পারবে।

উল্লেখ্য, অ্যাপলের ওয়েবসাইটে স্যামসাং তাদের ট্যাবলেটে অ্যাপলের ডিজাইন নকল করেনি বলে বিজ্ঞপ্তি দেয়ার আদেশ আগেও করা হয়েছিল। তার প্রেক্ষিতেই আপিল করে অ্যাপল। কিন্তু আপিল বিভাগ সেই আবেদন নাকচ করেছে। আদালতের মতে, আইপ্যাডের মতো স্যামসাং-এর ট্যাবলেট ততোটা ‘জোস’ বা ‘cool’ নয়। কিন্তু আইপ্যাডের পেটেন্ট করা কোনো ডিজাইন নকল করেনি স্যামসাং-এর ট্যাবলেট।

এই ব্যাপারে অ্যাপল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্যামসাং বলেছে, এর মাধ্যমে আমাদের বিশ্বাস জোরদার হয়েছে যে, অ্যাপলই প্রথম চারকোণাকৃতির ট্যাবলেট তৈরি করেনি।

মজার ব্যাপার হচ্ছে, যুক্তরাষ্ট্র ব্যতীত বিশ্বের অন্য যেসব দেশে অ্যাপল স্যামসাংকে দায়ী করে অভিযোগ করেছে, সবখানেই স্যামসাং-এর পাশাপাশি অ্যাপলকেও জরিমানা করা হয়েছে। কিন্তু কেবল যুক্তরাষ্ট্রেই বছরব্যাপী চলা বিচারের রায়টা এক তরফা অ্যাপলের পক্ষে গেছে। এ নিয়ে উচ্চস্তরে কোনো টাকা চালাচালি হয়েছে কি না এ নিয়েও অনেককে প্রশ্ন তুলতে দেখা গেছে। তবে ঘটনা যেটাই হোক, নিজেদের ওয়েবসাইটে স্যামসাং-এর ডিজাইন ‘ইউনিক’ এই প্রচারণা চালানোর মতো লজ্জাজনক কোনো বিষয় অ্যাপলের জন্য হতে পারে না।

এবার দেখা যাক, অ্যাপলের পরবর্তী পদক্ষেপ কী হয়।

আপডেটঃ স্যামসাংকে নির্দোষ বলে বিজ্ঞপ্তি দিলো অ্যাপল

[সূত্র]