অ্যান্ড্রয়েড বাজারে বিশ্বের এ প্রান্তে মটোরোলা নিয়ে খুব একটা হৈ-চৈ দেখা না গেলেও পশ্চিম বিশ্বে কিন্তু মটোরোলাও বেশ জনপ্রিয়। এদের অ্যাট্রিক্স এইচডি, ড্রয়েড রেজআরসহ বেশ কিছু হাই-এন্ড অ্যান্ড্রয়েড ফোন অনেক ব্যবহারকারীরই মন জয় করে নিয়েছে। আর ব্যবহারকারীদের সন্তুষ্ট রাখতে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে মটোরোলা। সেটি হলো, নিয়মিত ডিভাইসে অ্যান্ড্রয়েড আপডেট দেয়া।
সম্প্রতি মটোরোলা জানিয়েছে, তাদের অ্যাট্রিক্স এইচডি সেটও শিগগিরই অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১-এ আপডেট করা হবে। এছাড়াও ড্রয়েড রেজআর, রেজআর এইচডি, ম্যাক্স এইচডি, ড্রয়েড ফোর, ড্রয়েড বায়োনিক ইত্যাদি বেশ কিছু ডিভাইস আগামী দুই-এক মাসের মধ্যেই জেলি বিন ৪.১ আপডেট পাবে বলে জানিয়েছে মটোরোলা।
এছাড়াও অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব-চালিত প্রথম ট্যাবলেট মটোরোলা জুমও পাচ্ছে এই আপডেট। এটিই সবচেয়ে বিস্ময়কর বিষয়। প্রায় দুই বছর আগে বাজারে আসা ট্যাবলেট আজও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে আপডেট পাচ্ছে। এতে করে মটোরোলা ট্যাবলেট ব্যবহারকারীরা এতোটাই মটোরোলার ভক্ত হয়ে গেছেন যে, আগামীতে মটোরোলা নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনলে সেটি অনেকেরই প্রথম পছন্দ হবে।
অবশ্য বাজারে নেক্সাস ৭ ও ১০ চলে আসায় মটোরোলার ভাগে ভাটা পড়তে পারে বলেও মনে করছেন অনেকে।
মটোরোলা নতুন এই সেটগুলোর আপডেট যুক্তরাষ্ট্রে দেয়ার কথা জানিয়েছে। তবে আন্তর্জাতিক ব্যবহারকারীদের কাছেও জেলি বিনের আপডেট চলে আসতে বেশি সময় লাগবে না বলে ধারণা করা হচ্ছে।