ফুটবল গেম খেলতে পছন্দ করেন যারা তাদের সময় ইদানীং ফিফা ২০১৩ নিয়েই কাটছে। অন্তত অ্যান্ড্রয়েড কথনের অন্যতম লেখক রাহাত ফিফা ‘১৩ নিয়েই এখন ব্যস্ত। কিন্তু যাদের হাই কনফিগারেশন পিসি নেই কিন্তু ফুটবল খেলতে বেশ পছন্দ করেন, তারা কী করবেন? আপনার যদি একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, তাহলে এখনই খেলা শুরু করতে পারেন ফিফা ‘১৩-এর অ্যান্ড্রয়েড সংস্করণ, রিয়েল ফুটবল ২০১৩! আর এটি সম্পূর্ণই ফ্রি-তে ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকে।
অবশ্য উপরের কথায় দু’টো ভুল আছে। প্রথমটি হলো, রিয়েল ফুটবল ২০১৩ ফিফা ‘১৩-এর অ্যান্ড্রয়েড সংস্করণ নয়। কিন্তু এর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে গেমলফট। হ্যাঁ, সেই গেমলফট যারা অ্যাসফাল্টের মতো অসাধারণ সব গেম তৈরি করে থাকে। যারা একবারও অ্যাসফাল্ট খেলেছেন, তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তাদের নতুন এই গেম থেকে কী পরিমাণ গ্রাফিক্স আর সাউন্ড আশা করতে হবে! আর দ্বিতীয় বিষয়টি হলো, আপনি এখন্ খেলা শুরু করতে পারবেন না। কারণ? একটু পরেই বলছি।
রিয়েল ফুটবল ২০১২ বেশ জনপ্রিয়তা অর্জন করে। গেমলফট জানিয়েছে, ৫ মিলিয়নেরও বেশিবার ডাউনলোড হয়েছিল গত সংস্করণটি। আর নতুন এই সংস্করণও সেরকম সাফল্যই দেখবে বলে আশা করছে তারা। তবে রিয়েল ফুটবল ২০১৩-তে প্রচুর ইন-অ্যাপ পারচেসিং রয়েছে বলে জানা গেছে। ইন-অ্যাপ পারচেস হচ্ছে গেমের মধ্যে টাকা দিয়ে বিভিন্ন আইটেম কেনা। ফার্মভিল খেলে থাকলে নিশ্চয়ই জানেন গেমে কিছু কিছু কাজ দ্রুত করার জন্য টাকা দিয়ে বিভিন্ন আইটেম কেনা যায়। এই গেমেও তেমনটাই করা হয়েছে। তবে কোনো টাকা না দিয়ে খেলতে কেমন লাগবে এ ব্যাপারে এখনও তেমন কোনো রিভিউ পাওয়া যায়নি। কেননা, গেমটি মাত্রই গুগল প্লে স্টোরে মুক্তি পেয়েছে।
গেমটি খেলার সময় ইউরোপের বিভিন্ন লিগের টপ ৩০০০ প্লেয়ার সম্পর্কে বিভিন্ন তথ্যও জানতে পারবেন, যা রিয়েল ফুটবল ২০১৩-এর বাড়তি পাওনা হিসেবে বলা যায়। তো আর দেরি কেন? এখনই ডাউনলোড করে নিন রিয়েল প্লেয়ার ২০১৩। তবে ডাউনলোড করার আগে কয়েকটি বিষয় আগেই বলে রাখা ভালো।
প্রথমত, গেমটি সব অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে না। সঠিক হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট কী তাও জানা যায়নি। তবে আপনার ডিভাইসে এটি চলবে কি না তা দেখতে নিচের লিংক থেকে প্লে স্টোরে ঢুকে দেখতে পারেন। দ্বিতীয়ত, গেমটি বিনামূল্যে ডাউনলোড করা গেলেও এর সাইজ বিশাল। বর্তমান সংস্করণটির আকার হচ্ছে ৮৩৮ মেগাবাইট। তাই বাসায় আনলিমিটেড ইন্টারনেট আর ওয়াই-ফাই রাউটার থাকলেই কেবল গেমটি ডাউনলোড করতে পারবেন (যদি ডিভাইস সাপোর্ট করে)।
গুগল প্লে স্টোর লিংকঃ রিয়েল প্লেয়ার ২০১৩
এতো উচ্চ মান ও উচ্চ সাইজের গেম ক’জনে খেলতে পারবেন তা ঠিক বলা না গেলেও, যারা এরপরও ডাউনলোড করে ফেলবেন, তারা গেমটি খেলে আপনার অভিজ্ঞতা মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন। এতে অন্যান্য গেমাররা বুঝতে পারবেন ৮৩৮ মেগাবাইট ডাউনলোডটা পানিতে যাবে নাকি সত্যিই কাজে আসবে!