নতুন অ্যান্ড্রয়েড ফোন আনলো কোডাক

কোডাক ফোন

ক্যামেরার জগতে এক সময় রাজত্ব করা কোম্পানি কোডাকের এখন প্রায় নাম শোনা যায় না বললেই চলে। তবে মোবাইল ফটোগ্রাফির জনপ্রিয়তায় ভাগ বসাতে কোডাক নতুন ফোন প্রস্তুত করছে এই ঘোষণা এসেছে বেশ অনেকদিন আগেই। এবার যুক্তরাষ্ট্রের সিইএস আসরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কোডাকের নতুন অ্যান্ড্রয়েড ফোন, Kodak IM5.

কোডাকের হয়ে এই ফোনটি তৈরি করেছে Bullitt নামের একটি কোম্পানি। এই কোম্পানির নাম অনেকেই না শুনলেও যেসব ফোন এই কোম্পানি তৈরি করেছে, তার সঙ্গে প্রায় সবাই পরিচিত। স্থায়িত্বের দিক দিয়ে বেশ শক্তিশালী CAT ফোনগুলো তৈরি করেছে এই কোম্পানি।

কোডাক ফোন

তবে কোডাক যেহেতু একসময় ফটোগ্রাফির জগতে বেশ জনপ্রিয় ছিল, তাই অনেকেই আশা করে ছিলেন মোবাইল ফটোগ্রাফিতেও নতুন কিছু আনবে কোডাক। কিন্তু তাদের নতুন ফোনে তেমন কিছুই দেখা যায়নি। অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের উপর ভিত্তি করে তৈরি কাস্টম ইউজার ইন্টারফেসের এই ফোনটিতে চোখে পড়ার মতো তেমন কিছুই নেই।

কেবল ছবি তুলতে আগ্রহী এবং এ কাজের জন্য হাই-এন্ড ফোন কিনতে চান না এমন মধ্যম-বাজেটের ক্রেতাদের লক্ষ্য করেই এই ফোনটি তৈরি করা হয়েছে। তবে প্রযুক্তিবিষয়ক সাইট দি ভার্জ জানিয়েছে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকলেও এর পারফরম্যান্স মোটেই আহামরি কিছু নয়।

কোডাকের প্রথম এই অ্যান্ড্রয়েড ফোনটিতে ক্যামেরার প্রতি জোর দেয়া হলেও আপাত:দৃষ্টিতে মনে হচ্ছে, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে না ফোনটি। কোডাক ও ফোনটির প্রস্তুতকারক কোম্পানির ভাষ্যে, ‘সহজে’ ছবি তোলার, শেয়ার করা এবং প্রিন্ট করার সুবিধা দেয়াই ফোনটির প্রধান লক্ষ্য। অথচ যে কোনো ফোনেই ছবি তোলার কাজটি বেশ সহজ। যেহেতু কোডাকের নতুন ফোনে অসাধারণ কোনো ক্যামেরা দেয়া হয়নি, তাই এটি জনপ্রিয়তা পাওয়ারও খুব একটা সম্ভাবনা নেই তা বলাই চলে।

সূত্র জানিয়েছে, ওজনে খুবই হালকা এই ফোনটি ইউরোপের বাজারে এ বছরের প্রথম প্রান্তিকেই পাওয়া যাবে। এর দাম হবে ২৪৯ ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে বছরের শেষের দিকে ফোনটি মুক্তি পাবে বলে জানা গেছে। ততোদিনে এই ফোনের চাহিদা আদৌ থাকবে কি না সেটাই এখন দেখার বিষয়।