অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ

সাধারণত নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের ঘোষণা আসে একেবারেই হঠাৎ করে। ঠিক এমনটাই হয়েছিল অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাটের ক্ষেত্রে। হঠাৎই একদিন গুগল ঘোষণা করে বসে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ কিটক্যাটের খবর। সবাই যেখানে ৫.০ সংস্করণের অপেক্ষা করছিলো, সেখানে ৪.৪ দিয়েই কিটক্যাট রিলিজ দেয় গুগল। সবাইকে জানায়, আরও বড় কিছু অপেক্ষা করছে ৫.০ সংস্করণের জন্য।

কিন্তু অ্যান্ড্রয়েড ৫.০ এর ক্ষেত্রে সেই সারপ্রাইজটা হলো না। গুগল তাদের আই/ও কনফারেন্সেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দেয় অ্যান্ড্রয়েড ৫.০-এর। জানিয়ে দেয় নতুন সংস্করণের বড় সব ফিচার ও পরিবর্তন নিয়েও। কেবল জানায় না কী নাম হবে নতুন সংস্করণটির। ঠিক সেই শূন্যস্থানটুকুই কাল পূরণ করলো গুগল। নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের নাম হবে ললিপপ। আর এই সংস্করণ নিয়ে আগামী মাসেই বাজারে আসবে সবচেয়ে বড় আকারের ও সবচেয়ে দামী নেক্সাস ফোন নেক্সাস ৬ এবং নেক্সাস ট্যাবলেট এইচটিসি নেক্সাস ৯। এই সংস্করণটি একইসঙ্গে নেক্সাস ৪, নেক্সাস ৫, নেক্সাস ৭, নেক্সাস ১০ এবং বিভিন্ন কোম্পানির ‘গুগল প্লে এডিশন’ ডিভাইসগুলোতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রিলিজ দেয়া হবে বলে জানিয়েছে গুগল।

 

এইচটিসি নেক্সাস ৯

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ নিয়ে আসছে এইচটিসি নেক্সাস ৯, এ পর্যন্ত বাজারে আসা সবচেয়ে বড় আকারের ও শক্তিশালী ৬৪-বিট প্রসেসরের ট্যাবলেট। বিস্তারিত পড়ুন এখানে

অ্যান্ড্রয়েড ৫.০-এর সবচেয়ে বড় পরিবর্তন চোখে পড়বে এর ভিজুয়াল ডিজাইনে। গুগল যার নাম দিয়েছে ম্যাটেরিয়াল ডিজাইন, এই ডিজাইনের মাধ্যমে অ্যানিমেশনকে করা হয়েছে আরও সুন্দর ও মাল্টিটাস্কিং করে তোলা হয়েছে আরও সহজ। নতুন ডিজাইন নিয়ে গুগলের লক্ষ্য হলো আপনার স্ক্রিনের আকার যাই হোক না কেন, আপনি যেন সবসময়ই একইরকম ডিজাইন ও ইউজার ইন্টারফেস উপভোগ করতে পারেন। ফলে আপনার ফোন, ট্যাবলেট ইত্যাদি বিভিন্ন ডিভাইসে আপনি একইরকম ডিজাইন এক্সপেরিয়েন্স পাবেন।

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ আপডেট পাচ্ছে নেক্সাস ৪, নেক্সাস ৫, নেক্সাস ৭, নেক্সাস ১০ এবং বিভিন্ন কোম্পানির গুগল প্লে এডিশন স্মার্টফোন।

অ্যান্ড্রয়েডের নতুন এই ডিজাইন ফিলোসফির ইতোমধ্যেই দেখা মিলেছে গুগলের বেশ কিছু অ্যাপ্লিকেশনে। গুগল প্লাসের নতুন অ্যাপ্লিকেশন কিংবা গুগল প্লে স্টোরই অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ-এর ধাঁচে ডিজাইন করা হয়েছে। এছাড়াও নতুন সংস্করণে বিভিন্নভাবে ভয়েস ইন্টিগ্রেশন করা হয়েছে। তাই ভয়েসের মাধ্যমে ফোন অপারেশনের ইচ্ছে থাকলে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ব্যবহার আরও সহজ হবে বলেই জানিয়েছে গুগল।

ডিজাইনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ডেভেলপারদের জন্য ৫০০০টি নতুন এপিআই নিয়ে এসেছে। এসব এপিআই এর সুবিধা কিন্তু সাধারণ ব্যবহারকারীরাই উপভোগ করবেন! কেননা এগুলোর মাধ্যমে ডেভেলপাররা বিভিন্ন আকার-আকৃতির ও স্পেসিফিকেশনের অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে অ্যাপ্লিকেশনকে আরও ভালোভাবে কাজ করানোর জন্য ডেভেলপারদের জন্য নতুন এপিআই দেয়া হচ্ছে। নতুন সংস্করণের মাধ্যমে আপনি গান, ছবি, অ্যাপ্লিকেশন এমনকি সাম্প্রতিক সার্চ আইটেমগুলোকেও একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইসে সিংক্রোনাইজ করতে পারবেন। ফলে আপনার ট্যাবলেটে যেই গানটি শেষ শুনেছিলেন, ফোনে প্লেলিস্টের ঠিক সেখান থেকেই আবার শুনতে পারবেন।

নেক্সাস ৬

নেক্সাস ৬ হতে যাচ্ছে এ পর্যন্ত বাজারে আসা সবচেয়ে বড় আকৃতির নেক্সাস ফোন। আর এতেও চলছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। বিস্তারিত দেখুন এখানে

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ-এ থাকছে নতুন নোটিফিকেশন কন্ট্রোল যার মাধ্যমে মিটিং বা নির্দিষ্ট সময়ে কী পরিমান নোটিফিকেশন পাবেন তা নিয়ন্ত্রণ করা যাবে। এতে থাকছে নতুন ব্যাটারি সেভার মোড, একাধিক ইউজার অ্যাকাউন্ট ও গেস্ট ইউজার মোড এবং ট্রাস্টেড ব্লুটুথ কানেকশনের মাধ্যমে ডিভাইস নিরাপদ করে তোলার নতুন কিছু পদ্ধতি। এসবের পাশাপাশি অ্যান্ড্রয়েড ললিপপ চালিত ডিভাইস ফ্যাক্টরি রিসেট দেয়ার ক্ষেত্রে কিছু বাড়তি প্রটেকশনের ব্যবস্থা করবে যার ফলে চুরি যাওয়া ফোন বা ট্যাবলেটগুলো ব্যবহার করা আরও কঠিন হয়ে যাবে। এসব সুবিধার বেশিরভাগই ইতোমধ্যেই অন্যান্য স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসে যোগ করে দিয়েছে। কিন্তু গুগল নতুন সংস্করণের মধ্য দিয়ে এসব সুবিধা মূল অ্যান্ড্রয়েডেরই অংশ হিসেবে যোগ করে দিচ্ছে।

২০১১ সালের পর অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ হচ্ছে অ্যান্ড্রয়েডে আসা সবচেয়ে বড় পরিবর্তন। এর আগে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ ছিল অ্যান্ড্রয়েডের ডিজাইন ও ইউজার ইন্টারফেসের মেজর পরিবর্তন। অ্যান্ড্রয়েড কিটক্যাটে বেশ কিছু পরিবর্তন আনা হলেও তা বড় ধরনের কিছু নয়। কিন্তু এবার অ্যান্ড্রয়েডে যে পরিবর্তন আনা হচ্ছে, তা কেবল ডিজাইনই নয়, বরং আমাদের জীবনযাত্রায় ‘একাধিক ডিভাইস’ ব্যবহারের প্রবণতাকে ঘিরেই তৈরি করা হয়েছে। গুগল গড়ে তুলছে এক ব্যবহারবান্ধব অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার যে কোনো ডিভাইসেই একইরকম ব্যবহার অভিজ্ঞতা দেবে। আর অ্যান্ড্রয়েড ৫.০ এর মাধ্যমে সেই দিকেই যাত্রা শুরু করেছে গুগল।

অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ নিয়ে আপনার কী মত? ললিপপ আপডেট পাচ্ছে এমন কোনো ডিভাইস আপনার আছে কি?