ভাগ করে ফেলা হচ্ছে গুগল ড্রাইভ

গুগল ড্রাইভ

অনলাইন ক্লাউড সেবা হিসেবে গুগল ড্রাইভের জনপ্রিয়তা যথেষ্টই রয়েছে। কিন্তু এর নাম “গুগল ড্রাইভ” হওয়ার কারণে অনেক নতুন ব্যবহারকারীই জানেন না যে এর শুরুটা হয়েছিল “গুগল ডকস” নাম দিয়ে, যা এটিকে একটি পূর্ণাঙ্গ অনলাইন প্রোডাক্টিভিটি স্যুটের রূপ দিয়েছে। কেবল নামের কারণে অনেক ব্যবহারকারী একে কেবল স্টোরেজ সেবা হিসেবে ভেবে থাকেন।

সেই ভুল ধারণা দূর করতেই গুগল এবার নতুন পদক্ষেপ নিয়েছে। গুগল ড্রাইভের আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডকুমেন্ট ও ফাইল এডিটিং-এর সুবিধা। এতে করে গুগল ড্রাইভের মূল অ্যাপ্লিকেশন ব্যবহার করে কেবল ড্রাইভ ব্রাউজ করা যাবে ও ফাইল আপলোড এবং ডাউনলোড করা যাবে। ফাইল এডিট করতে চাইলে ব্যবহারকারীকে ডাউনলোড করতে হবে গুগল ডকস নামের আলাদা অ্যাপ্লিকেশন।

বলা বাহুল্য, গুগল ডকস নামের অ্যাপ্লিকেশনটি কেবল ডকুমেন্ট এডিটিং-এর কাজে ব্যবহার করা যাবে। স্প্রেডশিট ও প্রেজেন্টেশন ফাইলের জন্যও আলাদা দু’টি অ্যাপ্লিকেশন তৈরি করেছে গুগল। এতে করে ব্যবহারকারীরা সহজেই তাদের কাজের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন।

আপাত:দৃষ্টিতে একটি অ্যাপ্লিকেশন ভাগ করে একাধিক অ্যাপে রূপান্তর করা নেতিবাচক মনে হলেও এটি আসলে একটি ভালো উদ্যোগ। সব ধরনের অ্যাপ্লিকেশন এডিটিং সুবিধা দূর হওয়ায় মূল গুগল ড্রাউভ অ্যাপ্লিকেশনটি আগের চেয়ে অনেক হালকা হয়ে যাবে, ফলে কাজ করবে দ্রুত। এছাড়াও যার যেই ধরনের ফাইল এডিট করা দরকার তিনি সেই ফাইল এডিটিং-এর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। সেই সঙ্গে নতুন ব্যবহারকারীরাও কেবল নাম দেখেই বুঝতে পারবেন কোনটি কোন ধরনের ফাইল এডিট করার জন্য ব্যবহার করতে হবে।

গুগল ড্রাইভের এই ভাগ হয়ে যাওয়া নিয়ে আপনার কী মত?