এনভিডিয়া সাম্প্রতিক সময়ে আলোচনার শীর্ষে ছিল তাদের গেমিং ডিভাইস এনভিডিয়া শিল্ড বাজারে আনার মাধ্যমে। অ্যান্ড্রয়েড গেমিং-এর জন্য এই ডিভাইসটির বিক্রি কেমন চলছে সে সংক্রান্ত খুব একটা তথ্য শোনা না গেলেও গতানুগতিক ডিজাইনের অ্যান্ড্রয়েড ট্যাবলেটে গেমারদের আগ্রহ যে বাড়ছে, তা নজর এড়ায়নি এই কোম্পানির। আর তাই আজ তারা ঘোষণা করেছে তাদের নতুন গেমিং ট্যাবলেট, “টেগরা নোট”।
এনভিডিয়া মাত্র ১৯৯ ডলারে টেগরা ৪ প্রসেসর সমৃদ্ধ ৭” এই ট্যাবলেটটি বিক্রির প্রস্তুতি নিচ্ছে। ১৬ গিগাবাইট স্টোরেজ, মেমোরি কার্ডের আলাদা স্লট, মাইক্রো-এইচডিএমআই সকেট ও ১ গিগাবাইট র্যাম-এর এই ট্যাবলেটের একটি দুর্বল দিক – আর তা হচ্ছে এর ডিসপ্লে রেজুলেশন: ১২৮০x৮০০ পিক্সেল।
(আরও পড়ুনঃ এনভিডিয়া ঘোষণা করলো টেগরা ৪)
তবে এনভিডিয়ার “টেগরা নোট” ডিভাইসের আসল আকর্ষণ রয়েছে এর স্টাইলাস-এ। স্যামসাং গ্যালাক্সি নোট যেমন তাদের এস-পেন নামের স্টাইলাসকে গ্যালাক্সি নোটের অন্যতম আকর্ষণ হিসেবে বাজারে ছেড়েছে, এনভিডিয়াও তেমনি তাদের এই ট্যাবলেটের সঙ্গে বিশেষ এক ধরনের স্টাইলাস দিচ্ছে।
এছাড়াও টেগরা ৪-এর কল্যাণে টেগরা নোট-এর 5 MP ক্যামেরায় হাই ডাইনামিক রেঞ্জের ছবি ও স্লো মোশন ভিডিও ধারণ করা সম্ভব হবে, যেটি ক্রেতা আকর্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে এনভিডিয়া। পাশাপাশি তাদের দাবি, এর বিশেষ স্পিকারের রয়েছে যে কোনো ট্যাবলেট ডিভাইসের চেয়ে ‘ওয়াইডেস্ট ফ্রিকুয়েন্সি রেঞ্জ’।
এনভিডিয়ার টেগরা নোট ডিভাইসের অ্যান্ড্রয়েড আপডেট রিলিজ করা সহ যাবতীয় দায়িত্ব এনভিডিয়ার বলে জানা গেলেও প্রতিষ্ঠানটি সরাসরি ক্রেতাদের কাছে টেগরা নোট বিক্রি করবে না। বরং তারা তাদের জিফোর্স গ্রাফিক্স বিজনেসের কিছু পার্টনারের মাধ্যমে এসব ট্যাবলেট ডিভাইস ক্রেতাদের দ্বারপ্রান্তে পৌঁছানোর পরিকল্পনা করছে। এসব পার্টনাররা নিজেদের ব্র্যান্ড নেম ব্যবহার করে এসব ট্যাবলেট বিক্রি করবে।
এনভিডিয়া জানিয়েছে, এসব পার্টনারদের এমনভাবে বেছে নেয়া হয়েছে যাতে একই এলাকায় বা দেশে একাধিক পার্টনার এসব ট্যাবলেট না পায়। এতে করে একই ট্যাবলেট একই দামে বিভিন্ন ব্র্যান্ডের নামে বিক্রি হওয়ার মতো বিষয়গুলো এড়ানো সম্ভব হবে।
এনভিডিয়া জানিয়েছে প্রথম টেগরা নোট ডিভাইসটি এই অক্টোবরেই মুক্তি পাবে। এরপরই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ব্র্যান্ডে এসব ট্যাবলেট ক্রেতারা কিনতে পারবেন।
গেমিং জায়ান্ট এনভিডিয়ার ডিজাইন করা এই টেগরা নোট (যেগুলো ভিন্ন নামে কিনতে পাওয়া যাবে) কিনতে আগ্রহী?