রমজান এর বিশেষ ইসলামিক অ্যাপঃ সালাত রমজান মসজিদ

রমজান হলো ধর্মপ্রাণ মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র মাস। আর চলমান এই রমজান মাসকে কেন্দ্র করেই বাংলাদেশী অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান “Mobio App” অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য নিয়ে এলো একটি বিশেষ ইসলামিক অ্যাপ্লিকেশন “সালাত রমজান মসজিদ”।

Salat-Ramadan-Masjid (সালাত রমজান মসজিদ)

অসাধারণ এই ইসলামিক অ্যাপ্লিকেশনটি ইন্সটল করলে আপনার স্মার্টফোনটিই হয়ে উঠবে আপনার ধর্মীয় কাজ পালনের বিশেষ সহায়ক। দেশীয় অ্যাপ্লিকেশন হিসেবে আপনার অবস্থান চিহ্নিত করে নামাজ, ইফতার ও সেহরীর সময়সূচী জানিয়ে দেয়া ছাড়াও প্রথমবারের মত চমৎকার কিছু সুবিধা নিয়ে এসেছে এই অ্যাপ্লিকেশনটি। এবার একে একে অ্যাপ্লেকেশনটির বিস্তারিত তথ্য ও সুবিধাসমূহ দেখে নেয়া যাক।

 

সূর্যোদয়, সূর্যাস্ত ও নামাজের সময়সূচী

“সালাত রমজান মসজিদ” অ্যাপ্লিকেশনটির সাহায্যকারী মেনুর শুরুতেই রয়েছে নামাজের সময়সূচী জানার অপশন “Salah Time”। অপশনটিতে গেলে শুরুতেই অ্যাপ্লিকেশনটি জিপিএস এর মাধ্যমে আপানার সঠিক অবস্থান চিহ্নিত করবে এবং আপনার অবস্থান অনুযায়ী সেখানকার নামাজের সময়সূচী জানিয়ে দেবে।

তবে শুধু নামাজের সময়ই নয়, এটি সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ও নিখুঁতভাবে জানাবে। এর আরেকটি বড় সুবিধা হলো বর্তমানে কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তিতে কোন ওয়াক্তের জন্য আপনি অপেক্ষা করছেন সেটির সময়কেও অ্যাপ্লিকেশনটি হাইলাইট করে আপনাকে জানিয়ে দেবে।

এছাড়া অ্যাপ্লিকেশনটি নামাজের সময় স্বয়ংক্রিয়ভাবে আপানার ফোনকে সাইলেন্ট কিংবা ভাইব্রেশন মোডে নিয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনমত সময় নির্ধারণ করে দিতে হবে।

রমজান -এ ইফতার ও সেহরীর সময়সূচী

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অ্যাপ্লিকেশনটিতে রমজান নামের একটি অপশন যুক্ত করা হয়েছে। যেহেতু রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল, সেহেতু এবারও অ্যাপ্লিকেশনটি জিপিএস এর মাধ্যমে আপনার অবস্থান নিশ্চিত করবে এবং আপনার এলাকার চাঁদ দেখার দিন অনুযায়ী রমজান শুরু হবার তারিখ নির্ণয় করবে। আর সেই তারিখ অনুযায়ীই ইফতার ও সেহরীর সময়সূচী আপনাকে জানিয়ে দেবে।

তবে যদি কোন কারনে জিপিএস কাজ না করে বা আপনার এলাকা খুঁজে না পায় কিংবা ভুল তারিখ নির্ণয় করে, সেক্ষেত্রেও ভয়ের কোন কারন নেই। কেননা আপনি চাইলে সেটিংস থেকে রমজান শুরু হবার দিনটি নিজেই সঠিকভাবে চিহ্নিত করে দিতে পারেন।

 

মসজিদ এর অবস্থান নির্ণয়

“সালাত রমজান মসজিদ” অ্যাপ্লিকেশনটির আরেকটি চমৎকার দিক হলো মসজিদের অবস্থান নির্ণয়ের সুবিধা। এটি জিপিএস ও ইন্টারনেট কানেকশন ব্যবহার করে আপনার আশেপাশে থাকা প্রায় সবগুলো মসজিদের নামই আপনাকে জানিয়ে দেবে।

কেবল নামই নয়, ম্যাপ এর মাধ্যমে মসজিদগুলোর অবস্থানও চিহ্নিত করে দেবে এই অ্যাপটি। এছাড়া চাইলে আপনি কাস্টম সার্চের মাধ্যমে মসজিদের দূরত্ব নির্ধারণ করেও সার্চ করতে পারেন। যেমন আপনি যদি ১০ কিলোমিটার দিয়ে সার্চ করেন তাহলে ১০ কিলোমিটারের ভেতরে থাকা প্রায় সবগুলো মসজিদের নাম ও অবস্থান অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে।

এছাড়া কোন মসজিদ যদি ম্যাপে না থাকে কিংবা অ্যাপ্লিকেশনটি শনাক্ত করতে না পারে, সেক্ষেত্রে আপনি নিজেই মসজিদটিতে গিয়ে জিপিএস এর মাধ্যমে অবস্থান নির্ণয়ের পর সেটি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যুক্ত করে নিতে পারবেন। ফলে পরবর্তিতে অ্যাপ্লিকেশনটি আপনার যুক্ত করা মসজিদটিও ম্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে।

 

কেবলার দিক নির্ণয়

“সালাত রমজান মসজিদ” অ্যাপ্লিকেশনটির আরেকটি দারুন সুবিধা হলো এটি আপনার এলাকার কেবলার দিকও জানিয়ে দেবে। অ্যাপ্লিকেশনটিতে একটি বিল্ট ইন কম্পাস দেয়া হয়েছে যা আপনাকে এই দিক নির্ণয়ে সহায়তা করবে।

তবে এজন্য আপনার ডিভাইসে অবশ্যই কম্পাস ব্যবহারের জন্য প্রয়োজনীয় সেন্সর থাকতে হবে। আর বর্তমানে কেবলার দিক নির্ণয়ের সুবিধাটি কেবল বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলেই কাজ করবে।

 

শেষ কথা

বর্তমানে “Mobio App” এই অসাধারণ অ্যাপ্লিকেশনটি ধর্মপ্রাণ মুসলিমদের জন্য সম্পূর্ন বিনামূল্যেই দিচ্ছে । যেকেউ চাইলে গুগল প্লে স্টোর থেকেই সরাসরি অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিতে পারেন। এছাড়া বাংলাদেশী অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান Mobio App সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট থেকেও ঘুরে আসতে পারেন।

গুগল প্লে স্টোর লিংকঃ সালাত রমজান মসজিদ

অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনার কেমন লাগলো সেই অভিজ্ঞতা আমাদের অবশ্যই জানাবেন এবং দেশীয় অ্যাপ্লিকেশন নির্মাতা হিসেবেও তাদের উৎসাহ দেবেন। আশা করি আপনাদের ভালো লাগা, অভিজ্ঞতা কিংবা যেকোন উপদেশ অ্যান্ড্রয়েড কথন এর মাধ্যমে তাদের কাছে পৌছে যাবে।