আগামী সপ্তাহেই জেলি বিন আসছে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি-তে

গ্যালাক্সি এস থ্রি

স্যামসাং-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীদের অপেক্ষার পালা শেষ হয়ে এসেছে। জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিকভাবে সব গ্যালাক্সি এস থ্রি ফোনে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন (৪.১) মুক্তি দিতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান, স্যামসাং।

জার্মানীর বার্লিনে শুরু হতে যাওয়া আইএফএ প্রদর্শনীর আগ মূহুর্তে স্যামসাং ঘোষণা করতে যাচ্ছে গ্যালাক্সি নোট ২। এই ফ্যাবলেটের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই আন্তার্জাতিকভাবে গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটগুলোয় জেলি বিন আপডেট পৌঁছাতে শুরু করবে স্যামসাং, এমনটাই জানিয়েছে অ্যান্ড্রয়েড সেন্ট্রাল।

নতুন জেলি বিন সংস্করণ ইতোমধ্যেই ডেভেলপাররা গ্যালাক্সি এস থ্রি-তে ব্যবহার করেছেন। তবে প্রত্যেকবারই কোনো না কোনো সমস্যা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, স্যামসাং ত্রুটিমুক্তভাবে জেলি বিন কাস্টোমাইজ করতে সক্ষম হয়েছে। এতে বেশ কিছু মোড ছাড়াও ব্যবহৃত হয়েছে স্যামসাং-এর নিজস্ব ইউজার ইন্টারফেস, টাচউইজ।

স্যামসাং তাদের গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটে জেলি বিন আপডেট মুক্তি পেলে আমরা সঙ্গে সঙ্গেই তা জানাবো। সেইসঙ্গে কীভাবে আপডেট করতে হবে তাও জানানো হবে বলে আশা করছি।