গুগল মটোরোলা এক্স-ফোনঃ নতুন ছবি ফাঁস

মটোরোলা এক্স-ফোন নিয়ে ইতোমধ্যেই খানিকটা শোরগোল উঠেছে প্রযুক্তি বিশ্বে। বেশ অনেকদিন আগে গুগল মটোরোলার মোবিলিটি বিভাগ কিনে নিলেও মটোরোলার আগের চুক্তিগুলোর কারণে এখন পর্যন্ত মটোরোলাকে নিজেদের খুব একটা কাজে লাগাতে পারেনি গুগল। কিন্তু মটোরোলার পুরনো চুক্তিগুলোর মেয়াদ শেষ হতে চলেছে আর কয়েকমাস পরেই। আর ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড বাজারে স্যামসাং-এর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামতে শক্ত হাতিয়ার হিসেবেই এক্স-ফোনকে প্রস্তুত করছে গুগল।

সম্প্রতি নতুন এই এক্স-ফোন-এর কিছু কম্পিউটার জেনারেটেড ছবি (সিজিআই) বেশ কিছু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে।

এই ছবির সাথে একটি সংক্ষিপ্ত ফিচারের বিবরণও দেয়া হয়েছে যাতে বলা হচ্ছে এক্স-ফোনে স্ন্যাপড্রাগন ৮০০ চিপ ব্যবহার করা হবে। সেই সঙ্গে এতে থাকছে ৪.৭ ইঞ্চি ১২৮০x৭৮৬ রেজলেশনের ডিসপ্লে এবং ৪০০০ এমএইচ ব্যাটারি। আরও বলা হচ্ছে, এটি আইপি৫৭ সার্টিফায়েড হবে; অর্থাৎ ১ মিটার পানির নিচে ডুবে গেলেও সমস্যা হবেনা। এছাড়াও এতে ব্যবহৃত হচ্ছে গরিলা গ্লাস ৩। অবশ্য এক্স-ফোনে আলাদা কোনো মাইক্রো-এসডি মেমোরি কার্ডের স্লট থাকবে না।

ফোনটির পারফরম্যান্স কেমন হবে সেটি স্ন্যাপড্রাগন ৮০০-এর উপর নির্ভর করবে। কোয়ালকমের তথ্য অনুযায়ীঃ

১। ২৮ ন্যানোমিটার কোয়াডকোর ক্রেইট ৪০০ সিপিউ, যা ২.৩ গিগাহার্জ পর্যন্ত স্পিড হবে।
২। অ্যাড্রেনো ৩৩০ জিপিউ, যা শুধু এইচডি ১০৮০পি গেম নয়, এইচডির পরের ভার্সন, ৪কে (৪০৯৬ x ৪০৯৬) রেজুলেশনের গেমও অনায়াসে চালাতে পারবে।
৩। ভিডিও ও অডিওর জন্যে আরেকটি সিপিউ/জিপিউ কম্বিনেশন, Hexagon QDSP6 V5 যা মুভি দেখা বা গান শোনার জন্য ব্যবহার হবে। মুলত ব্যাটারি বাঁচাতেই একে যুক্ত করা হয়েছে।
৪। র‍্যামের কথা বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ৪ গিগা বা তারও বেশি হতে পারে।

এই হার্ডওয়্যারের সাথে থাকছে সম্ভবত অ্যান্ড্রয়েড ৫.০ কি লাইম পাই, যদিও সেটির ব্যাপারে কিছুই জানানো হয়েনি।

মটোরোলা এক্স-ফোন নিয়ে আপনার কী মত? নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমরা আরও আপডেটের সাথে সাথে আপনাদের জানিয়ে দিব।