Archos আনছে ১৩ ইঞ্চি ফ্যামিলিপ্যাড ২

খুব একটা নাম শোনা না গেলেও আর্কস আন্তর্জাতিক বাজারে স্বল্পমূল্যে ভালো কোয়ালিটির ট্যাবলেট প্রস্তুতকারক হিসেবে বেশ পরিচিত। সম্প্রতি তারা যে গেমপ্যাড বাজারে এনেছে, তার মধ্য দিয়ে কোম্পানিটি আরও পরিচিতি পেয়েছে। কিন্তু সেখানেই থেমে থাকেনি তারা। কোম্পানিটি গবেষণা করে বের করছে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের নতুন নতুন ব্যবহার। আর সেই ধারাবাহিকতায়ই সম্প্রতি তারা অবমুক্ত করেছে ১৩.৩ ইঞ্চি আকারের অ্যান্ড্রয়েড ট্যাব, যার নাম দেয়া হয়েছে ফ্যামিলিপ্যাড ২।

অনেকটা পোর্টেবল টিভির মতো দেখতে এই ট্যাবলেট কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ট্যাবলেট নয়। এর আগে তোশিবা এক্সাইট ১৩ নামে আরেকটি ট্যাবলেট বাজারে আসে যেটি ছিল ১৩ ইঞ্চি আকারের ট্যাবলেট। সেটার দেখাদেখিই মাত্র কয়েকমাস আগে আর্কস বাজারে আনে তাদের প্রথম ফ্যামিলিপ্যাড। আর ইতোমধ্যেই তারা ঘোষণা করেছে ফ্যামিলিপ্যাড ২-এর।

আর্কস ফ্যামিলিপ্যাড ২-এ রয়েছে ১.৬ গিগাহার্জ ডুয়েল-কোর করটেক্স এ৯-ভিত্তিক সিপিইউ, ১ গিগাবাইট RAM ও ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও বাড়তি জায়গার জন্য মেমোরি কার্ডের স্লটও রাখা হয়েছে।

ডিসপ্লে দেয়া হয়েছে ১৩.৩ ইঞ্চি যার রেজুলেশন 1,280 x 800 পিক্সেল। ডিসপ্লে আকারের উপর ভিত্তি করে এর রেজুলেশন খানিকটা কম হয়ে গেলেও সফটওয়্যারের দিক দিয়ে অনেককেই খুশি করবে এই বিশালাকার ট্যাবলেট। কেননা, এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন।

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে দুইটি ২ মেগাপিক্সেল ক্যামেরা ও ওয়াই-ফাই ইন্টারনেট সুবিধা। এছাড়া বাকি সবকিছুই প্রথম প্রজন্মের ফ্যামিলিপ্যাড-এর মতোই। দু’টোরই ওজন ১.৩ কেজি। তবে ফ্যামিলিপ্যাড ২-এর সঙ্গে একটি কুইক স্ট্যান্ড দেয়ার পরিকল্পনা করছে আর্কস, যা ১৩ ইঞ্চির এই ডিভাইস সামলাতে বেশ কাজে আসবে। সেই সঙ্গে টিভি ও ট্যাবের মধ্যে পার্থক্য কমিয়ে আনারও সূচনা করবে।

এ পর্যন্ত কেবল ইউরোপের বাজারের জন্য এই ফ্যামিলিপ্যাড ২-এর দাম জানা গেছে। ২৯৯ ইউরো বা ৩৮৯ ডলারে বিক্রি হতে পারে আর্কস ফ্যামিলিপ্যাড ২।