কার্টুন আকারে প্রচারিত হতে যাচ্ছে অ্যাংরি বার্ডস

অ্যাংরি বার্ডসের নাম শুনলেই লাল-হলুদ রঙা কতগুলো রাগী পাখির ছবি আমাদের মনে ভেসে ওঠে যারা ডিম চুরির দায়ে কতগুলো সবুজরঙা পিগের দফা রফা করতে ব্যস্ত। তাদের এই মিশনে সাহায্য করতেই গেমারকেও শামিল হতে হয় অ্যাংরি বার্ডসের অ্যাডভেঞ্চারে। গেম আকারে প্রথম প্রকাশিত হওয়া জনপ্রিয় এই সিরিজ এবার টিভিতে আসছে কার্টুন আকারে। জানা গেছে, আসছে মার্চের ১৬ তারিখ থেকেই ওয়েবে ও ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে অ্যাংরি বার্ডস টুনস নামের কার্টুনটি।

ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও’র তৈরি অ্যাংরি বার্ডস গেমটি প্রথম মোবাইলের জন্য মুক্তি দেয়া হয়। তারপর থেকেই জনপ্রিয়তার তালিকায় শীর্ষস্থান দখল করে নেয় এই গেমটি। প্রচণ্ড আসক্তিকর এই গেমের বিভিন্ন সিরিজও ক্রমান্বয়ে তৈরি ও মুক্তি দেয়া হয়। ফলে, গেমাররা কখনোই একই গেম নিয়ে বোরিং অনুভব করার সময় পাননি।

প্রথমবারের মতো গেমটিকে কার্টুনের রূপ দেয়া হলেও ইউক্রেন ছাড়া বিশ্বের অন্যান্য দেশের ভক্তদের জন্য ওয়েবই ভরসা। সূত্র জানিয়েছে, মার্চের ১৬ তারিখ থেকে প্রতি সপ্তাহে একটি করে অ্যাংরি বার্ডস টুনস নামের কার্টুন পর্ব ওয়েবে ও ইউক্রেনের টেলিভিশনে প্রচারিত হবে। রোভিও’র ওয়েবসাইটেই আগ্রহী দর্শকরা অ্যাংরি বার্ডস টুনস দেখতে পাবেন বলে জানিয়েছে সূত্র।

অ্যাংরি বার্ডস টুনস সম্পর্কে আপনার কী প্রত্যাশা?

ফেমাস ম্যাগাজিনের সৌজন্যে