Oppo Find 5- নজর কাড়ার মতো অসাধারণ একটি ফোন

gsmarena_001

২০১৩ সালটি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড প্রেমীদের জন্য ভাল গিয়েছে এবং যাচ্ছে। এ বছর আমরা অনেক নতুন নতুন স্মার্টফোন দেখেছি। তার মধ্যে একটি হল Xperia Z। গত বছরের Optimus G, Nexus 4, Droid DNA-তো আছেই। এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই ব্যবহার করা হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে। তার ধারাবাহিকতায় এই Oppo নিয়ে আসল Oppo Find 5। আজকে এই ফোনটি নিয়ে একটু আলোচনা এবং ছোট করে রিভিউ দিচ্ছি।

ফোনের ভেতরে অংশ

fin5 2
প্রথমেই ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এটিতে থাকছে একটি ফুল এইচডি ৫.০’ ইঞ্চি এর ডিসপ্লে যার রেজুলেশন ১৯২০x১০৮০ এবং এর ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) হচ্ছে ৪৪১ পিপিআই। এখন আসলে ফুল্ এইচডি ডিসপ্লে এর যুগ চলে এসেছে। এখন নতুন সব স্মার্টফোনে এরকম এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে।

প্রসেসর, র‌্যাম, জিপিইউ, ব্যাটারি এবং রম

camera

এই ফোনটিতে থাকছে কোয়াড-কোর ১.৫ গিগাহার্জ কোয়ালকম (Qualcomm APQ8064) এর প্রসেসর। একেই বলা যায় এখন বাজারের সবচেয়ে দ্রুত মোবাইল প্রসেসর। গ্রাফিক্স প্রসেসিং ইউনিটে রয়েছে Adreno 320। আরও থাকছে ২ গিগাবাইট র‌্যাম। মোবাইলটি পাওয়া যাবে ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইটের দু’টি আলাদা ভার্সনে। তাছাড়া স্মার্টফোনের অন্যান্য সেন্সরসমূহ তো রয়েছেই!

এছাড়া মোবাইলটিতে থাকছে ২৫০০ mAh এর নন-রিমুভেবল ব্যাটারি। এই ব্যাটারি বেশ ভালো ব্যাকআপ দেয় বলে রিভিউয়াররা জানিয়েছেন।

ক্যামেরা

camjpg
ক্যামেরা নিয়ে আলাদা করে একটু লিখতেই হল। এটিতে পিছনে থাকছে ১৩ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সামনে থাকছে একটি ১.৯ মেগাপিক্সেল এর ক্যামেরা। ক্যামেরার একটি বিশেষ দিক হচ্ছে এটি 120FPS এ ভিডিও করবে। এটিই পৃথিবীর সর্বপ্রথম ফোন যেটা দিয়ে 120FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তাছাড়াও এই ক্যামেরা তে থাকছে এইচডিআর প্রযুক্তি। আরও এই ক্যামেরাটি Burst Mode এর মাধ্যমে ৫ সেকেন্ডে ১০০টি ছবি তুলতে পারে!

ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবিঃ

Find 5 এর ক্যামেরা এর তলা ছবি।

অনেকজন এর মাথাই-ই হয়তো ঘুরছে, এইচডিআর কি জিনিস ? নিচের ছবিটি দেখুন,

ইউজার ইন্টারফেস

এ ফোনটি তে চলবে অ্যান্ড্রয়েড ৪.১.২ বা জেলি বিন। অ্যান্ড্রয়েড এর উপর থাকবে তাদের নিজস্ব ডিজাইন বা Customization। অ্যান্ড্রয়েড এর সব অ্যাপ্লিকেশান-ই থাকবে যেমন Google Now, Gmail, Google Talk, Google Play Store।
shortcutsOppo এখানে একটি ভাল কাজ করেছে, Oppo সবকয়টি অ্যাপ এর এইচডি আইকন দিয়ে দিয়েছে। সেটির উপকারিতা উপরের ছবি তেই দেখতে পারবেন, Screenshot জুম করার পর ও সব কিছু এখন পরিষ্কার দেখাচ্ছে ! নিচে থাকছে কয়েকটি ইউজার ইন্টারফেস এর ছবি।

gsmarena_029

অডিও ও ভিডিও

অডিও এর জন্য এতে থাকছে নতুন একটি সাউন্ড ইঞ্জিন, Dirac Sound Engine এবং তার সাথে থাকছে Dolby Digital Sound Engine। এ দুটি মিলে আপনাকে অসাধারণ মিউজিক Quality দিবে। মিউজিক প্লেয়ার এর স্থানে থাকছে Oppo এর নিজের মিউজিক প্লেয়ার। যেটি দেখতে ও ব্যবহার করতে আসলে খুবই আরামদায়ক।
gsmarena_095

আর এ প্লেয়ার দেখতে সাধারণ মনে হলেও ভিতরে অনেক জিনিশ এই রয়েছে, যেমন Equalizer। মিউজিক প্লেয়ার চলাকালে আপনি মিউজিক প্লেয়ার-কে স্ট্যাটাস বার এবং লক-স্ক্রিন থেকেও কন্ট্রোল করতে পারবেন !

gsmarena_097

এটাই শেষ নয়, আরো আছে। এর সাথে দেওয়া ভিডিও প্লেয়ার এর সরাসরি ১০৮০পি এর ভিডিও চলে কোনো রকম আটকানো ছাড়াই। অনেকে হয়তো পপ-আপ প্লেয়ারের কথাও শুনেছেন। এর সুবিধা হচ্ছে অন্য কোনো কাজ করার সময়ও ছোট পপ-আপ-এ আপনি ভিডিও দেখতে পারবেন।
1080P

এবার কিছু বেঞ্চমার্ক

  • প্রথমেই Antutu Benchmark। এখানে Nexus 4 থেকে একটু উপরে আছে Find 5

1

  • Quadrent Benchmark। এখানে আবার একটু পিছনে পরে গিয়েছে Find 5।

2

    • Epic Citadel। এটি Unreal Engine 3 দিয়ে তৈরি।

Untitled

  •  GLbenchmark 2.5 Egypt এবং এখানে আবার Find 5 সবচেয়ে ভাল পারফফর্ম করে দেখালো।

3

হার্ডওয়ার দেখে তো মনে সবাই এটার জন্য পাগল হয়ে গিয়েছেন। এখন বড় একটি প্রশ্ন আপনাদের সবার মাথাই-ই ঘুরছে, কোনটি ভাল (Xperia Z, Optimus G, Droid DNA)?

আসলেই এই প্রশ্নের কোনো উত্তর নেই। Oppo Find 5 এক দিক দিয়ে একটু বেশিই এগিয়ে আছে এবং তা হল এটির দাম। এখন হইতো চিন্তা করছেন দাম কত হবে? আমরা যতদূর জানি এটির দাম ¥2,998(Chinese Yuan) যেটি বাংলাদেশে ৩৮ হাজার। কিন্তু এটা বাংলাদেশ আসার পর ৪৫ হাজারের মধ্যে থাকবে আশা করছি। এখন এটি আপনাদের বিষয় যে এটি নিবেন নাকি না। কারন অনেকজন এই হয়ত Sony পছন্দ করে আবার আরেকজন হয়ত HTC।

মন্তব্যের ঘরে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আজ একটি সম্পূর্ণই নতুন ফোনের কথা জানলেন, তাই না?