যুক্তরাজ্যে প্রি-অর্ডার শুরু হয়েছে এক্সপেরিয়া জেড-এর

এক্সপেরিয়া জেড

স্মার্টফোন বাজারে নতুন ফোনের গুঞ্জন শোনা গেলেই তার দাম এবং প্রাপ্যতার কথা নিয়ে ক্রেতারা যথেষ্ট মাথা ঘামান। যতই প্রদর্শনী হোক, আসল দাম ও ফোন কবে বাজারে আসবে তা নিয়ে প্রতিষ্ঠান প্রাথমিক প্রেস কনফারেন্সে কখনই মুখ খোলে না। কিন্তু যখন কথা হচ্ছে এক্সপেরিয়া ‘জেড’ নিয়ে, তখন ক্রেতাদের দাম নিয়ে একটু চিন্তা হবেই।

ইতোমধ্যে আমরা এক্সপেরিয়া ‘জেড’ এর কনফিগারেশন এবং এর ফিচার সম্বন্ধে অবগত হয়েছি। সনিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এক্সপেরিয়া জেড ও জেডএল-এর। অনেকে এমন ফোনের আশা ছাড়তেই চাচ্ছেন না। কিন্তু আমরা দাম নিয়ে বরাবর একটু বেশিই সচেতন। এক্সপেরিয়া ‘জেড’ এর দাম নিয়ে যথেষ্ট গুজব শোনা গেলেও আসল দাম জানা যায়নি। গত সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে ফোনটির প্রদর্শনী হয়। দাম নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু শোনা না গেলেও ৫৩০ পাউন্ড বা ৮৫০ ডলার হতে পারে বলে গুজব শোনা গিয়েছিলো।

দাম নিয়ে এবার আরও একটু ধারণা পাওয়া গেল ইংল্যান্ড ভিত্তিক এক অনলাইন রিটেইলার ‘EXPANSYS’ এর কাছ থেকে। তারা ফোনটির প্রি-অর্ডার নিচ্ছে মাত্র ৩৯৯.৯৯ পাউন্ড এ অর্থাৎ ৭১৯.৯৯ ডলার এ। বাংলাদেশি টাকায় ফোনটির দাম পরবে ৫৭৬০০ টাকা।

সনির গতবারের ফ্ল্যাগশিপ ফোন এক্সপেরিয়া ‘টি’ নিয়েও এমন গুঞ্জন শোনা গিয়েছিল, যার অবসান ঘটিয়েছিল ‘EXPANSYS’ নামক এই রিটেইলার কোম্পানিটি।

৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ,১৩ মেগাপিক্সেল ক্যামেরার জন্য দাম যুক্তিযুক্ত মনে হলেও এটি শুধুমাত্র কালো রঙ এর এক্সপেরিয়া ‘জেড’ এর জন্য। ওয়েবসাইটটিতে শুধু কালো রঙ এর এক্সপেরিয়া ‘জেড’-এর কথাই বলা হয়েছে। সাদা রঙ এর ফোনটি ক্রেতাদের যথেষ্ট আগ্রহ এবং সাড়া তৈরি করলেও এখন তা পাওয়া যাচ্ছে না। ‘EXPANSYS’ তাদের ওয়েবসাইটে ফোন কবে নাগাদ পাওয়া যাবে সে সংক্রান্ত তথ্য না দিলেও প্রি-অর্ডার করতে পারবেন আগ্রহী ক্রেতারা। অন্যন্য রিটেইলার জানিয়েছে ফোনটি ফেব্রুয়ারির শেষে বা মার্চ এর শুরুর দিকে পাওয়া যেতে পারে।

এক্সপেরিয়া ‘জেড’ এবং এক্সপেরিয়া ‘জেডএল’ এর প্রদর্শনী যথেষ্ট নজরকাড়া হলেও তা বাজারে কতটুকু রাজত্ব করতে পারে তাই দেখার বিষয়। আপনাদের কি মনে হয়? এরকম কনফিগারেশন এর ফোন কি ৫৭৬০০ টাকা দিয়ে কেনা উচিৎ?