প্রাইভেট ব্রাউজিং, থিমসহ নতুন সুবিধা আসছে ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েডে

জনপ্রিয় ওয়েব ব্রাউজার ফায়ারফক্স অ্যান্ড্রয়েডে এসেছে এই খবর নতুন কিছু নয়। যারা অ্যান্ড্রয়েডে ফায়ারফক্স ব্যবহার করেছেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ডেস্কটপ ব্রাউজারের অনেক সুবিধাই অ্যান্ড্রয়েড ব্রাউজারে অনুপস্থিত। এতোদিন এসব সুবিধা মিস করলেও মজিলা জানিয়েছে, নতুন বেশ কিছু সুবিধা শিগগিরই যোগ হচ্ছে ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েড ব্রাউজারে।

মজিলা তাদের অফিসিয়াল ব্লগে জানিয়েছে, তিনটি নতুন সুবিধা ফায়ারফক্স ফর অ্যান্ড্রয়েডে যোগ হতে যাচ্ছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে প্রাইভেট ব্রাউজিং। প্রাইভেট ব্রাউজিং নিয়ে কমবেশি সবাই জানেন। এই মোডে ব্রাউজিং করলে আপনার ডিভাইসে যেমন ব্রাউজিং হিস্ট্রি থাকবে না, তেমনি আপনাকেও ওয়েবসাইটগুলো আপনার অন্যান্য ওয়েব কর্মকাণ্ডের সঙ্গে মেলাতে পারবে না। মাঝে মধ্যেই অনেক ব্যবহারকারী প্রাইভেট ব্রাউজিং-এর প্রয়োজনীয়তা অনুভব করেন। আর তাদের জন্য ঠিক সেটাই আনছে ফায়ারফক্স।

দ্বিতীয় সুবিধাটি হচ্ছে কাস্টোমাইজেশন। ডেস্কটপে ফায়ারফক্স ব্রাউজারকে ইচ্ছেমতো কাস্টোমাইজ করার সুবিধা রয়েছে। কিন্তু অ্যান্ড্রয়েডে ততোটা নয়। মজিলা জানিয়েছে, শিগগিরই জনপ্রিয় ফিচার “থিমস” চলে আসছে ফায়ারফক্সের অ্যান্ড্রয়েড সংস্করণেও। এছাড়াও আরেকটি সুবিধা হচ্ছে ভাষার সাপোর্ট।  ফায়ারফক্সের নতুন রিলিজে আরও অনেক ভাষার সাপোর্ট থাকবে বলে জানিয়েছে মজিলা। ফলে, অনেক ব্যবহারকারীই তাদের পছন্দের ভাষায় ব্যবহার করতে পারবেন ফায়ারফক্স ব্রাউজার।