গ্র্যান্ড থেফট অটো : ভাইস সিটি অ্যান্ড্রয়েডে আসছে ডিসেম্বরের ৬ তারিখ

জিটিএ ভাইস সিটি

গ্র্যান্ড থেফট অটো : ভাইস সিটি। অনেক গেমারের কাছেই নস্টালজিক হয়ে যাবার মতো একটি গেম। আমি নিজেও কত কত ঘণ্টা এই গেমের পেছনে ব্যয় করেছি তার কোনো হিসেব নেই। যারা ভাইস সিটি দশ-বারোবার শেষ করে ভেবেছিলেন যাক, বাঁচা গেছে; তাদের জন্য খারাপ খবর আছে। আর মাত্র ছয়দিন পরই অ্যান্ড্রয়েডের জন্য গুগল প্লে স্টোরে ও আইওএস-এর জন্য আইটিউনসে মুক্তি পেতে যাচ্ছে গ্র্যান্ড থেফট অটো : ভাইস সিটি!

তুমুল জনপ্রিয় এই জিটিএ সিরিজের ভাইস সিটি গেমটি প্রথম বাজারে আসার দশ বছর পূর্তি উপলক্ষ্যেই রকস্টার গেমস এই গেমটি মুক্তি দিচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসে। এর আগে জিটিএ ৩ গেমটিও এই দু’টি প্লাটফর্মে মুক্তি দেয়া হয় যা ব্যাপক সফলতার মুখ দেখে। এরই ধারাবাহিকতায় জিটিএ ভাইস সিটিও এবার মোবাইল ডিভাইসের জন্য আনছে রকস্টার গেমস। ভাইস সিটি অ্যান্ড্রয়েডে আসবে এই খবর আগেও শোনা গেলেও মুক্তির তারিখ জানা যায়নি। আজ রকস্টার গেমস তাদের ওয়েবসাইটে এই তারিখ জানিয়েছে।

আশির দশকের আমেরিকান কালচারের উপর ভিত্তি করে জিটিএ ভাইস সিটির কাহিনী গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের আদলে ডিজাইন করা কাল্পনিক শহর ভাইস সিটিতে মাফিয়া হিটম্যান টমি ভারসিটিকে ঘিরে গেমের ঘটনা এগিয়ে চলে। গেমারকেই টমি ভারসিটির চরিত্রে খেলতে হয়।

রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ ভাইস সিটির পূর্ণ এক্সপেরিয়েন্সই অ্যান্ড্রয়েড ও আইএস-এ পাওয়া যাবে। মূল গেমের গেমপ্লে ও স্টোরি অপরিবর্তিত রেখে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের জন্য উপযোগী করে তোলা হয়েছে জিটিএ ভাইস সিটি।

গ্র্যান্ড থেফট অটো ভাইস সিটি এক সময় যারা অনেক সময় নিয়ে খেলেছেন, তাদের আরও খানিকটা নস্টালজিক করে তুলতে রকস্টার একটি ট্রেইলারও মুক্তি দিয়েছে। নিচে দেখুন রকস্টারের অফিসিয়াল ট্রেইলার।

৪.৯৯ ডলারে ৬ই ডিসেম্বর থেকে প্লে স্টোরে ভাইস সিটি কিনতে পাওয়া যাবে। রকস্টার জানিয়েছে, নিচের অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটগুলোয় জিটিএ ভাইস সিটি স্মুথলি খেলা যাবে।

সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনঃ মটোরোলা রেজআর, রেজআর ম্যাক্স, রেজআর ম্যাক্স এইচডি, মটোরোলা অ্যাট্রিক্স, মটোরোলা ফটোন, মটোরোলা ড্রয়েড বায়োনিক, এইচটিসি রিজাউন্ড, ওয়ান এক্স, ওয়ান এস, ইভো ৩ডি, সেনসেশন, ড্রয়েড ইনক্রেডিবল ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, নেক্সাস এস, গ্যালাক্সি নোট ১ ও ২, স্যামসাং গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি আর, সনি এক্সপেরিয়া প্লে, এক্সপেরিয়া এস, পি, টি, টিএল, সনি ওয়াকম্যান জি (Z) সিরিজ মিডিয়া প্লেয়ার, স্যামসাং গ্যালাক্সি এস ৩ এবং গুগল নেক্সাস ৪।

সাপোর্টেড অ্যান্ড্রয়েড ট্যাবলেটঃ এসার আইকনিয়া, আসুস ই প্যাড ট্রান্সফর্মার, আসুস ই প্যাড ট্রান্সফর্মার প্রাইম, এলজি অপটিমাস প্যাড, মিডিয়ন লাইফট্যাব, মটোরোলা জুম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৮.৯/১০.১, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২, গ্যালাক্সি নোট ১০.১, সনি ট্যাবলেট এস, সনি ট্যাবলেট পি, তোশিবা থ্রাইভ, এইচটিসি ফ্লাইয়ার, গুগল নেক্সাস ৭ এবং নেক্সাস ১০।

উপরেরগুলো ছাড়াও আরও অনেক ফোন ও ট্যাবলেটেও হয়তো খেলা যাবে, কিন্তু এই ডিভাইসগুলো অফিসিয়ালি সাপোর্টেড ডিভাইস। তাই সবচেয়ে ভালো গ্রাফিক্স ও গেমপ্লে পারফরম্যান্স পাওয়া যাবে এই ডিভাইসগুলোয়। পাঠকদের কারো আছে নাকি এগুলোর কোনো অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট?