অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আসার পর থেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছেন। স্বভাবতঃই অন্যান্য কোম্পানির ডিভাইসে অ্যান্ড্রয়েড কিটক্যাট আসতে বেশ সময় লাগবে। কিন্তু বরাবরের মতোই এবারও নেক্সাস ডিভাইস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডের নতুন আপডেট পেতে শুরু করেছেন সবার আগে।
গত সপ্তাহে নেক্সাস ৭ ও নেক্সাস ১০ ট্যাবলেটে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আসা শুরু করার পর আজ নেক্সাস ৪ ব্যবহারকারীরাও জানাচ্ছেন তাদের ওটিএ আপডেটের কথা। উল্লেখ্য, ওটিএ হচ্ছে ওভার-দি-এয়ার আপডেট, যার মাধ্যমে ফোনেই সরাসরি আপডেট ডাউনলোড করে ইন্সটল করা সম্ভব হয়।
নতুন এই KRT16S বিল্ড আপডেটের অ্যান্ড্রয়েড ৪.৪ এর ফাইল সাইজ ২৩৮ মেগাবাইট বলে জানিয়েছে জিএসএমএরিনা। আন্তর্জাতিক ব্যবহারকারীরা নেক্সাস ৪ ওটিএ আপডেটের নোটিফিকেশন পেতে শুরু করলেও বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকার কারণে প্রায়ই ২-৩ দিন দেরিতে অনেকে আপডেট পেয়ে থাকেন। তাই আপনি যদি নেক্সাস ৪ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো উপরের স্ক্রিনশটের মতোই আপনার নেক্সাস ৪-এ চলে আসবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট আপডেট।
আপনার নেক্সাস ডিভাইসে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ইন্সটল করেছেন? ব্যবহার করে থাকলে অ্যান্ড্রয়েড ৪.৪ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না!