ওয়েবসাইট বা ব্লগের মালিকরা লেখালেখি ও সাইটের প্রচারণার পাশাপাশি আরেকটি যেই কাজ পছন্দ করেন তা হলো সাইটের পরিসংখ্যান দেখা। কতজন ভিজিটর আসলেন, এদের মধ্যে কতজন ভিজিটর নতুন আর কতজন পুরনো, তারা কোন কোন পেজে ঘুরলেন, কতক্ষণ সাইটে থাকলেন, কতগুলো পেজ দেখলেন ইত্যাদি তথ্যাদি জানতে সাইট মালিকরা সবসময়ই উৎসুক থাকেন। আর এ জাতীয় পরিসংখ্যান জানার জন্য বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল সার্ভিস রয়েছে। এদের মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স, সাইট স্ট্যাটস, স্ট্যাটস কাউন্টার ইত্যাদি।
তবে সাধারণত গুগল অ্যাডসেন্সকে সাইটের পেছনের তথ্য জানার জন্য সবচাইতে সেরা সার্ভিস বলে ধরা হয়। সবাই গুগলের প্রথম পেজে আসার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকেন বলে গুগল অ্যানালিটিক্স থেকে প্রাপ্ত তথ্য বেশ কাজে আসে। কিন্তু আপনি কি জানতেন, গুগল অ্যানালিটিক্সের তথ্য এখন আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসে বসেই দেখতে পারবেন?
গুগল অ্যানালিটিক্সের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়েই আজকের পোস্ট। পরিসংখ্যান দেখে ধারণা করা হয়, অনেকেই গুগল অ্যানালিটিক্সের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কথা জানেনই না। অথচ খুবই সাদামাটা তবে কাজের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে রাখলে আপনি প্রতিদিন এক নজরে দেখে নিতে পারবেন আপনার সাইট বা ব্লগে মোট পেজভিউ, ভিজিটর সংখ্যাসহ বিভিন্ন তথ্য। এমনকি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে রিয়েল-টাইম তথ্য যার মাধ্যমে এই মুহূর্তে আপনার সাইটে কতজন ভিজিটর আছে তাও আপনি দেখতে পারবেন।
উপরে যেমনটা দেখতে পাচ্ছেন, গুগল অ্যানালিটিক্স অ্যাপ্লিকেশনটি খুললেই আপনি প্রথমে দেখতে পাবেন আপনার সাইটের ভিজিটরদের একটি গ্রাফ। প্রথমবার অবশ্যই আপনার বর্তমান গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ স্থাপন করে নিতে হবে। এরপর থেকে প্রতিবার আপনি অ্যাপ্লিকেশনটিতে ঢুকে সাইটের ভিজিটর সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এছাড়াও পরের ট্যাবে পাবেন সেইদিনের বাড়তি কিছু তথ্য। আর বামপাশের ট্যাবে রয়েছে রিয়েল-টাইম তথ্য যেখানে আপনি দেখতে পাবেন এই মূহুর্তে সাইটে কতজন ভিজিটর আছেন। তবে এই সেবাটি পরীক্ষামূলক বলে সবসময় কাজ নাও করতে পারে।
এখানে আপনি আপনার সাইটের ইউনিক ভিজিটর, পেজভিউ, ভিজিট ও নতুন ভিজিটের পার্সেন্টেজ আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। এরপরের ট্যাবটি হচ্ছে কাস্টম অ্যালার্ট। আপনি যদি ওয়েবে গুগল অ্যানালিটিক্সে কাস্টম অ্যালার্ট তৈরি করে থাকেন তাহলে তা এখানে দেখা যাবে।
গুগল অ্যানালিটিক্সের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এরচেয়ে বেশি তথ্য দেখা যায় না। তবে ওয়েবসাইট মালিকদের প্রতিদিন এক নজরে সাইটের তথ্যাদি দেখে নেয়ার জন্য এই অ্যাপ্লিকেশনটি বেশ কাজের।
গুগল প্লে স্টোর লিংকঃ গুগল অ্যানালিটিক্স
আপনার সাইটে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছেন কি? অ্যান্ড্রয়েডে গুগল অ্যানালিটিক্স অ্যাপ্লিকেশনের কথা কি আগে থেকেই জানতেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন পাঠকদের সঙ্গে মন্তব্যের ঘরে।