১০ জানুয়ারির পরিবর্তে বিশেষ কারণে ১১ জানুয়ারি থেকে স্মার্টফোন এক্সপো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মেলার আয়োজক সূত্র।
সারা বিশ্বের মতো বাংলাদেশেও স্মার্টফোনের চাহিদা ও ব্যবহারকারীর সংখ্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আর এই চাহিদা মাথায় রেখেই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩-দিন ব্যাপী স্মার্টফোন মেলা “স্মার্টফোন এক্সপো ২০১৩।” ঢাকার আগারগাঁও-এ অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১১ থেকে ১৩ই জানুয়ারি ২০১৩ এই মেলা অনুষ্ঠিত হবে।
মেলার আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন জানিয়েছে, দেশীয় স্মার্টফোন বিক্রেতা সিম্ফনিসহ জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং, আসুস, তোশিবা ইত্যাদি এই মেলায় অংশ নিচ্ছে। এতে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ পাওয়া যাবে বলেও সূত্র জানিয়েছে। অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসের মহাসমারোহের পাশাপাশি অ্যাপলের স্মার্টফোন “আইফোন” ও ট্যাবলেট ডিভাইস “আইপ্যাড” নিয়েও মেলায় অংশ নিচ্ছে অ্যাপলের অনুমোদিত বিক্রেতা প্রতিষ্ঠান।
অন্যান্য প্রযুক্তি মেলার মতোই স্মার্টফোন এক্সপোতেও বিভিন্ন উপহার সামগ্রী আর মূল্যছাড়ের ছড়াছড়ি থাকবে। প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় ৭টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও ১৭টি স্টল থাকছে। এছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য টেলিটক থ্রি-জি কিংবা নিরাপত্তার জন্য ক্যাসপারস্কি সিকিউরিটির প্রদর্শনীও থাকছে এবারের মেলায়।
স্মার্টফোন বেচাকেনার পাশাপাশি বাংলাদেশী অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জন্যও বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানা গেছে। অ্যাপ্লিকেশন ডেভেলপাররা তাদের অ্যাপ্লিকেশন মেলা প্রাঙ্গণে প্রদর্শন করতে চাইলে আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে [email protected] ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে ৮ই জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি পণ্যের প্রদর্শনী, কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩।’ তাই ৮ তারিখ থেকে অ্যান্ড্রয়েড কথনে নিয়মিত ভিজিট করতে ভুল করবেন না যেন!
প্রথমবারের মতো আয়োজিত এই স্মার্টফোন এক্সপো-তে যাচ্ছেন কি? আপনার মতামত জানান মন্তব্যের ঘরে।