গুগল ও মটোরোলা গোপনে কাজ করছে এক্স-ফোন ও এক্স-ট্যাবলেট নিয়ে

অ্যাপল ও স্যামসাং-এর মার্কেট শেয়ারে গুগল তাদের নেক্সাস ৪, নেক্সাস ৭ আর নেক্সাস ১০-এর মাধ্যমে ইতোমধ্যেই ভাগ বসিয়েছে। সেই ভাগের অংশটা আরও বাড়ানোর লক্ষ্যে গুগল এবার মটোরোলার সঙ্গে মিলে নতুন একটি ফোন তৈরির জন্য কাজ করছে। গোপন এই প্রকল্পের ফোনের কোডনেম হচ্ছে “এক্স-ফোন”। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট এই তথ্য জানিয়েছে।

এর আগে গুগল ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে মটোরোলা মবিলিটি কিনে নেয়। তবে এখন পর্যন্ত গুগল তাদের কোনো ডিভাইসই মটোরোলা দিয়ে তৈরি করায়নি। তাদের নেক্সাস ৪ তৈরি করেছে এলজি, নেক্সাস ৭ আসুস আর নেক্সাস ১০ তৈরি করেছে স্যামসাং।

আরও পড়ুনঃ অ্যান্ড্রয়েড বিভাগের ডিরেক্টর জানালেন মটোরোলা মোবিলিটি থেকে তারা কীভাবে লাভবান হচ্ছেন

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিশ্বস্ত সূত্রের কাছ থেকে তারা জানতে পেরেছে, মটোরোলা দুই ধরনের ফোন তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। তার মধ্যে কিছু ডিভাইস ভেরিজন ওয়্যারলেসের মাধ্যমে বিক্রি হবে আর বাকিটার কোডনেম এক্স ফোন। আগামী বছরই কোনো এক সময় আলোর মুখ দেখবে এই এক্স ফোন; এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পাশাপাশি এক্স-ট্যাবলেটের জন্যও মটোরোলা কাজ করছে বলে সূত্র জানিয়েছে। এক্স ফোনের কাজ শেষ করার পরপরই নতুন এই এক্স-ট্যাবলেট নিয়ে কাজে নামবে মটোরোলা। গুগলের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠানা ল্যারি পেইজ এই ট্যাবলেটের বিপণনের জন্য বেশ বড় অঙ্কের বাজেট নিয়ে রেখেছেন বলেও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। তবে গুগল আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

যে হারে নতুন নতুন ট্যাবলেট আর ফোন বের হচ্ছে, গ্যাজেটপ্রেমীদের কয়দিন পর আত্মহত্যা করা ছাড়া আর গতি থাকবে না। 😐 আপনার কী মত?