আপনার অত্যন্ত প্রিয় নেক্সাস ৭ ট্যাবলেটকে যদি চার্জে দিয়ে শপিং-এ যান আর ফিরে এসে দেখেন এটি একেবারে আগুনে ঝলসে গ্রিল চিকেন হয়ে আছে, তখন নিশ্চয়ই হাত থেকে সব কিছু মাটিতে আছড়ে পড়বে, তাই না? আর যাই হোক, প্রিয় নেক্সাস ৭ ট্যাবলেটটাকে নিচের মতো অবস্থায় আমরা কেউ দুঃস্বপ্নেও দেখতে চাই না।
কিন্তু সবার কি আর এক ভাগ্য হয়? চীনের এক ভদ্রমহিলা উপরের গল্পের মতোই তার নেক্সাস ৭ ট্যাবলেটটি চার্জে রেখে বাইরে গিয়েছিলেন। ফিরে এসে আগুনে পুড়তে থাকা নেক্সাস ৭ দেখে কিছুক্ষণের জন্য যে তিনি থমকে গিয়েছিলেন সে কথা না জেনেও বলে দেয়া যায়। চীনের একটি ফোরামে উপরের ছবিটি সহ আরও বেশ কিছু ছবি পোস্ট করা হয়েছে।
নেক্সাস ৭ ট্যাবলেটটির মালিক লিখেছেন, মাত্র ৩ ঘণ্টা টানা চার্জে ছিল নেক্সাস ৭ ট্যাবলেটটি। এতো অল্প সময়ে এতে আগুন লেগে যাওয়া অস্বাভাবিক ঘটনা। চার্জ দেয়ার জন্যও নেক্সাস ৭-এর সঙ্গে যে চার্জার দেয়া হয়েছে সেটিই ব্যবহার করা হয়েছে। তাহলে কেন ঘটলো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা?
বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ডিভাইসের ভেতরে সার্কিটবোর্ডে কোনো গণ্ডগোল থাকলে এমন ঘটনা ঘটতে পারে। যেহেতু লাখ লাখ নেক্সাস ৭ বিক্রি হয়েছে আর এই ঘটনা এই প্রথম পাওয়া গেছে, সেহেতু এটা বিশ্বাসযোগ্য যে কেবল সেই ডিভাইসটিতেই কোনো না কোনো ত্রুটি ছিল।
এই ঘটনার পরপরই আসুস সেই ভদ্রমহিলাকে তার নেক্সাস ৭-টি নিয়ে সম্পূর্ণ নতুন একটি নেক্সাস ৭ দিয়েছেন বলে জানা গেছে। তবে এখানেই তাদের দায়িত্ব শেষ নয়। গুগলসহ আন্তর্জাতিক মিডিয়ার কাছে এখন আসুসকে আনুষ্ঠানিকভাবে জবাব দিতে হবে কেন এই নেক্সাস ৭-এ আগুন ধরে গেল।
অনেকে অবশ্য মন্তব্য করেছেন, মালিকের দোষের কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যেমন ত্রুটিপূর্ণ চার্জিং পয়েন্ট, ডিভাইসের উপর ভারি কোনো কাপড় রাখা যার ফলে ডিভাইস অত্যধিক গরম হয়ে যাওয়া ইত্যাদি। কেউ কেউ আবার মজা করে বলছেন এটা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপলের ছড়ানো একটা চাল!
তবে ঘটনা যাই হোক না কেন, এ থেকে আমাদের সবারই শিক্ষা নেয়া উচিৎ যে, মোবাইল, কম্পিউটার ইত্যাদি ইলেকট্রনিক সামগ্রী টানা চার্জে রেখে দেয়া ডিভাইস তো বটেই পুরো বাড়ির জন্যই ঝুঁকিপূর্ণ। তাই ইলেকট্রনিক পণ্য ব্যবহারে সতর্ক হোন। যে কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য আগে থেকেই সতর্ক থাকুন।
আপনার নেক্সাস ৭ বা শখের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বা ফোনের এই অবস্থা হলে আপনি কী করবেন?