অ্যান্ড্রয়েডে ইউনিজয় বা ফোনেটিকে বাংলা লিখুন রিদ্মিক কিবোর্ডে

রিদ্মিক কিবোর্ড

রিদ্মিক কিবোর্ড।

অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লেখার আগ্রহ অনেকেই। এই তো কয়েক বছর আগেও মানুষ বাংলা টাইপিং নিয়ে অনাগ্রহী থাকলেও প্রযুক্তি ও ইন্টারনেটে বাংলা ভাষার ব্যাপক বিস্তৃতির ফলে আজ একটা বড় সংখ্যক মানুষ বাংলায় লিখে থাকেন। ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে ব্লগ, ছবির ক্যাপশন কিংবা চ্যাট, সব কিছুতেই আপন ভাষা বাংলাকে বেছে নেন অনেকে। আর এই বাংলা ভাষার পথচলা থেমে থাকেনি অ্যান্ড্রয়েডেও।

অধিকাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসেই বাংলার জন্য একটি ফন্ট দেয়া থাকে। সেটি না থাকলেও আইসক্রিম স্যান্ডউইচে আপডেট করলে সবাই বাংলা ফন্ট পেয়ে যান। এতে করে অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বাংলা লেখা ঝকঝকে দেখা গেলেও বাংলা লেখার জন্য কোনো কিবোর্ড লেআউট জুড়ে দেয়া নেই। তবে ব্যবহারকারীরা এতোদিন মায়াবী কিবোর্ড নামের বেশ জনপ্রিয় একটি কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখে থাকলেও আজ আমরা জানাবো নতুন একটি কিবোর্ডের কথা। এই কিবোর্ড অনেকাংশেই মায়াবী থেকে বেশি পরিচ্ছন্ন, সুবিধা সমৃদ্ধ ও আকর্ষণীয়।

রিদ্মিক কিবোর্ড

রিদ্মিক ল্যাবের ব্যানারে িরিদ্মিক কিবোর্ড সম্প্রতি গুগল প্লে স্টোরে মুক্তি দেয়া হয়েছে। যারা মায়াবী কিবোর্ড ব্যবহার করেছেন, তাদেরকে রিদ্মিক কিবোর্ডের পরিচয়টা এভাবে দেয়া যেতে পারে যে, মায়াবী কিবোর্ডে যেসব অভাব ও অসুবিধা ছিল, তার সবগুলোকেই কাটিয়ে উঠেছে এই রিদ্মিক কিবোর্ড।

যদিও আকারে একটু বড় (প্রায় ৫ মেগাবাইট), রিদ্মিক কিবোর্ডের রয়েছে জনপ্রিয় কিবোর্ড লেআউট ফোনেটিক ও ইউনিজয়, বিভিন্ন ডিজাইনের কিবোর্ড এবং এতে নেই কোনো বিজ্ঞাপন। হ্যাঁ, মায়াবী কিবোর্ডে যেখানে কিবোর্ডের নিচেই বিজ্ঞাপন দেখাতো, রিদ্মিক কিবোর্ড সেখানে কোনো বিজ্ঞাপনই রাখেনি। অসাধারণ এই বাংলা লেখার সফটওয়্যারটি এর সকল সুযোগ-সুবিধাসহ বিনামূল্যেই ডাউনলোড করা যাচ্ছে তাও কোনো বিজ্ঞাপনের ঝামেলা পোহানো ছাড়াই। এ প্রসঙ্গে ডেভেলপার শামীম হাসনাতের মন্তব্য, ‘টাকা আয়ের জন্য আমি আমার ভাষাকে কখনোই বেছে নিবো না।’

এবারে চলুন এক নজরে দেখে আসা যাক রিদ্মিক কিবোর্ডের কিছু ছবি ও কীভাবে আপনি রিদ্মিক কিবোর্ড চালু করতে পারবেন।

ইন্সটল ও অ্যাক্টিভেট

প্রথমেই নিচের লিংক বা কিউআর কোড স্ক্যান করে ডিভাইসে ডাউনলোড করে নিন রিদ্মিক কিবোর্ড। অ্যান্ড্রয়েড থেকে গুগল প্লে স্টোরে ঢুকতে সমস্যা হলে এই পোস্টটি দেখুন

গুগল প্লে স্টোর লিংকঃ রিদ্মিক কিবোর্ডরিদ্মিক কিবোর্ড কিউআর কোড

রিদ্মিক কিবোর্ড ইন্সটল শেষে ডিভাইসের সেটিংস থেকে যান Language & keyboard settings এ।এখান থেকে রিদ্মিক কিবোর্ডের পাশের চেকবক্সটিতে টিক দিন। উল্লেখ্য, রিদ্মিক কিবোর্ড অ্যাক্টিভেট করার জন্য মায়াবী কিবোর্ড ডিস্যাবল করা জরুরি নয়।

অ্যান্ড্রয়েডে বাংলা লেখার উপায়

উপরের তালিকার নিচে দেখতে পারছেন রিদ্মিক কিবোর্ডের সেটিংস রয়েছে। এখানে ঢুকে আপনি রিদ্মিক কিবোর্ডের বিভিন্ন সেটিংস ঠিকঠাক করে নিতে পারবেন। এখানে রয়েছে কিবোর্ডের বিভিন্ন থিম পছন্দ করার সুবিধা। থিমের মধ্যে আইসক্রিম স্যান্ডউইচ থিম, জিঞ্জারব্রেড থিম ছাড়াও রিদ্মিকের নিজস্ব কিছু ডিজাইন রয়েছে। সেটিংসে আরও পাবেন ওয়ার্ড সাজেশন ও অটোকমপ্লিট সেটিংস, ক্যাপিটালাইজেশন, ভলিউম কার্সর ও ভাইব্রেশন সেটিংস ইত্যাদি। এছাড়াও রিদ্মিক কিবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য লিংকও রয়েছে তালিকার শেষে।

রিদ্মিক কিবোর্ড

এরই মধ্য দিয়ে আপনার ডিভাইসে রিদ্মিক কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে গেল। কিন্তু কোনো টেক্সট ফিল্ডে লেখার সময় রিদ্মিক কিবোর্ড ব্যবহারের জন্য আরেকটি ধাপ রয়েছে। এ জন্য আপনার ডিভাইসের এসএমএস অপশনে গিয়ে নতুন মেসেজ লেখার স্ক্রিন খুলুন। অথবা ফেসবুকে স্ট্যাটাস লেখার পাতাও খুলতে পারেন। টেক্সট বক্সে খালি জায়গায় লম্বা সময় প্রেস করলে ইনপুট মেথডের মেনুটি পাবেন।

রিদ্মিক কিবোর্ড

ইনপুট মেথডে ক্লিক করলে ইন্টারন্যাশনাল কিবোর্ডের নিচেই রিদ্মিক কিবোর্ড দেখাবে। সেটি সিলেক্ট করুন। এবার টেক্সট ফিল্ডে কিছু লেখার চেষ্টা করলেই আপনার পুরনো কিবোর্ডের বদলে রিদ্মিক কিবোর্ডের সাক্ষাৎ পাবেন! তবে প্রথমবার কিন্তু কিবোর্ডটি ইংরেজিতে থাকবে। কেননা, মায়াবী কিবোর্ডের মতো রিদ্মিক কিবোর্ডও কেবল বাংলাই নয়, বরং ইংরেজিতেও টাইপ করার সুবিধা দেয়। ফলে আপনাকে বারবার ইনপুট মেথড পরিবর্তন করতে হবে না। কেবল কিবোর্ড লেআউট পরিবর্তন করলেই হবে। কিবোর্ড লেআউট পরিবর্তন করাও আহামরি কোনো কিছু নয়।

রিদ্মিক কিবোর্ডে রয়েছে তিন ধরনের কিবোর্ড লেআউট। ডিফল্ট ইংরেজি, ফোনেটিক বাংলা ও ইউনিজয়। এগুলোর মধ্যে পরিবর্তন করতে হলে স্পেস বারে প্রেস করে ডানদিকে বা বামদিকে সোয়াইপ করুন (অথবা টান দিন!)। তাহলেই আপনি আপনার পছন্দের কিবোর্ড লেআউটটি বেছে নিতে পারবেন।

অ্যান্ড্রয়েডে বাংলা লেখার পদ্ধতি

স্পেসে প্রেস করে ডানে-বামে নিলেই ইংরেজি, বাংলা (ফোনেটিক) ও ইউনিজয়ের মধ্যে পরিবর্তন হবে।

ব্যস, এবার সহজেই কম্পিউটারের মতোই লিখতে পারবেন বাংলায়। আর বাড়তি সুবিধা হিসেবে রয়েছে ওয়ার্ড সাজেশন যার মাধ্যমে কোনো শব্দ লেখা শেষ করার আগেই সেই শব্দটি আপনার স্ক্রিনে ফুটে উঠবে। আপনি সেটিতে ক্লিক/টাচ করলেই শব্দটি আপনার টেক্সট ফিল্ডে যোগ হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডে বাংলা লেখার উপায়

এখানে উল্লেখ্য যে, কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি কম্পিউটারের মতো লেখা যায় না। যেমন ইউনিজয় ব্যবহার করে ‘ই’ লিখতে ্‌ ও িি দিয়ে কম্পিউটারে ‘ই’ লেখা গেলেও রিদ্মিকে এভাবে পারা যাবে না। বরং িি-কি-টি প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। রিদ্মিক কিবোর্ডে কিছুক্ষণ লেখালেখি করলেই দেখবেন দ্রুত এটি আয়ত্বে এসে যাচ্ছে। তাই ঘাবড়ানোর কিছুই নেই।

কেন রিদ্মিক কিবোর্ড?

অনেক মায়াবী কিবোর্ড ব্যবহারকারী হয়তো প্রশ্ন করতে পারেন, তারা যেহেতু লিখতে পারছেন, সেহেতু মায়াবী কিবোর্ড ছেড়ে রিদ্মিকে কেন আসবো? এর অনেকগুলো কারণ রয়েছে। আমার চোখে রিদ্মিক সবার সেরা বাংলা লেখার কিবোর্ড কারণঃ

  • এটি ইউনিজয় ও ফোনেটিক লেআউট সাপোর্ট করে। ফলে বিজয় ব্যবহারকারীরাও বাংলা লিখতে পারবেন।
  • রিদ্মিক কিবোর্ডে রয়েছে বিভিন্ন ডিজাইন যা আপনার ডিভাইসের থিম বা ডিজাইনের সঙ্গে মানানসই করে নিতে পারবেন।
  • রিদ্মিকের ওয়ার্ড সাজেশন মায়াবী কিবোর্ড থেকে শক্তিশালী মনে হয়েছে।
  • রিদ্মিক কিবোর্ডে কোনো বিজ্ঞাপন নেই। সাধারণত বিনামূল্যের অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপন আমি সহ্য করে নেই কারণ এটিই ডেভেলপারের আয়ের একমাত্র উপায়। কিন্তু লেখার সময় কিবোর্ডের নিচে বিজ্ঞাপন দেখালে তা ডিভাইসের স্ক্রিনে জায়গা তো কমিয়ে দেয়ই, সেইসঙ্গে ভুলে বারবার বিজ্ঞাপনে ক্লিকও পড়ে যাবার সম্ভাবনা থাকে। যা সত্যিই বিরক্তিকর হতে পারে। সেদিক দিয়ে রিদ্মিক কোনো বিজ্ঞাপনই রাখেনি। এই একটি কারণ রিদ্মিককে অ্যান্ড্রয়েডে সেরা বাংলা লেখার কিবোর্ড হিসেবে আখ্যায়িত করার জন্য যথেষ্ট হতে পারে।
রিদ্মিক কিবোর্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখুন রিদ্মিক কিবোর্ডের অফিসিয়াল পাতা

ভবিষ্যৎ পরিকল্পনা

সাধারণ অ্যাপ্লিকেশন রিভিউতে উপরের সুবিধা-অসুবিধাতেই থেমে যাই। কিন্তু রিদ্মিক কিবোর্ড বাংলাদেশি ডেভেলপারের উদ্যোগে তৈরি হয়েছে বলে ডেভেলপার শামীম হাসনাত মুখেই শুনুন রিদ্মিক কিবোর্ড সম্পর্কে বিভিন্ন কথা ও এর ভবিষ্যৎ পরিকল্পনা। উল্লেখ্য, শামীম হাসনাত বুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছেন।

অ্যান্ড্রয়েড কথনঃ রিদ্মিক শব্দটির অর্থ কী?
শামীম হাসনাতঃ 
এটি আসলে নতুন একটি শব্দ। আমি চেয়েছিলাম সম্পূর্ণ নতুন একটি শব্দ দিয়ে এই কিবোর্ডটি তৈরি করতে।

অ্যান্ড্রয়েড কথনঃ মায়াবী কিবোর্ড ইতোমধ্যেই অনেক জনপ্রিয়। এরপরও আরেকটি কিবোর্ড বানানোর পরিকল্পনা আসলো কেন?
শামীম হাসনাতঃ আমি নিজের জন্য প্রয়োজনীয় সুবিধাগুলো যোগ করে একটি কিবোর্ড তৈরি করতে চেয়েছিলাম। পরে মনে হলো এটি সবার জন্য উন্মুক্ত করে দিতে পারি। সেখান থেকেই রিদ্মিক কিবোর্ডের উৎপত্তি।

অ্যান্ড্রয়েড কথনঃ আমরা দেখছি রিদ্মিক কিবোর্ডে কোনো বিজ্ঞাপন নেই। কিন্তু বিজ্ঞাপন আবির্ভাব হতে কতক্ষণ?
শামীম হাসনাতঃ
রিদ্মিক কিবোর্ডে কখনোই বিজ্ঞাপন দেয়া হবে না। টাকা আয়ের জন্য আমি আমার ভাষাকে কখনোই বেছে নিবো না।

অ্যান্ড্রয়েড কথনঃ সাধারণত ট্যাবলেট ডিভাইসে এক্সটার্নাল কিবোর্ডের মাধ্যমে (ব্লুটুথ) টাইপ করা যায়। কিন্তু এক্সটার্নাল কিবোর্ড দিয়ে রিদ্মিকে লেখা যায় না। এ ব্যাপারে আপনার মতামত কী?
শামীম হাসনাতঃ
ভবিষ্যতে এক্সটার্নাল কিবোর্ড দিয়েও যেন রিদ্মিক কিবোর্ডের সব সুবিধা পাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করার ইচ্ছা রয়েছে। একে রিদ্মিক কিবোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা বলা যেতে পারে।

আপনার মতামত দিন

সবশেষে, রিদ্মিক কিবোর্ড নিতান্তই নতুন একটি সফটওয়্যার হওয়ায় এখনও এতে ছোটখাটো সমস্যা ও বাগ থাকা স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে এখনও কোনো সমস্যা করেনি রিদ্মিক।

যে কোনো ডেভেলপারকে তার কাজের জন্য ধন্যবাদ দেয়ার সেরা উপায় হলো ৫ স্টার ও পজিটিভ রিভিউ দেয়া। কাজেই রিদ্মিক কিবোর্ড পছন্দ হলে গুগল প্লে স্টোরে রিদ্মিক কিবোর্ডের পাতায় অবশ্যই ৫ স্টার ও ইতিবাচক রিভিউ লিখে জমা দেবেন। এটি অন্যদেরও অ্যাপ্লিকেশনটি ব্যবহারে উৎসাহিত করবে।

আর হ্যাঁ, রিদ্মিক কিবোর্ড সম্পর্কে আপনার মতামত অবশ্যই নিচে মন্তব্যের ঘরে জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও নিচে করতে পারেন। আমরা রিদ্মিক কিবোর্ডের ডেভেলপার শামীম হাসনাতের কাছ থেকে উত্তর জানার চেষ্টা করবো।