সেলফি পাগলদের জন্য আসছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম

গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম

স্যামসাং এমনই একটি কোম্পানি যারা বিশেষ কোনো পণ্যকে ঘিরে বাজার সৃষ্টির শুরুতেই সেই পণ্য নিয়ে আসে। এমনটা আমরা দেখেছি স্মার্টওয়াচের ক্ষেত্রে, যেখানে অন্য কোনো কোম্পানির স্মার্টওয়াচ নিয়ে গুজব চলাকালীনই স্যামসাং ঘোষণা করে দিয়েছে তাদের নিজস্ব স্মার্টওয়াচ। এছাড়াও এবার ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটও ঘোষণা করেছে স্যামসাং, যা নিয়ে বেশ আলোচনা চললেও এখনও এর বাজার পুরোপুরি তৈরি হয়নি।

কোরিয়ান কোম্পানিটি এবার মানুষের সেলফি ক্রেজকে পুঁজি করে নতুন ফোন তৈরি করছে বলে ভিয়েতনামের এক ওয়েবসাইটে তথ্য ফাঁস হয়েছে। ‘পুঁজি’ করে বলার কারণ, স্যামসাং-এর নতুন এই গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম-এর বিশেষত্ব এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি ও ফোনটির ডিজাইন ছাড়া এই ফোনের হার্ডওয়্যার আর কাউকেই খুব একটা সন্তুষ্ট করতে পারবে না এ কথা আন্দাজেই বলা যায়।

স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম-এ রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 960×540 পিক্সেল, যা গ্যালাক্সি গ্র্যান্ড ২-এর ৫.২৫ ইঞ্চি ৭২০ ডিসপ্লে থেকে তুলনামূলক কম রেজুলেশনের। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক (৫ মেগাপিক্সেল ফ্রন্ট) ক্যামেরা, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ১ গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট রম ও অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট।

স্যামসাং স্বভাবত:ই আশা করছে সেলফি পাগলরা নতুন গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম-এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখেই এটি কিনতে চাইবে, যদিও এর ৭২০পি-এরও কম রেজুলেশনের ডিসপ্লে অনেক ক্রেতাকেই পিছু হঠিয়ে দিতে পারে। অবশ্য কেবল সেলফি-প্রেমীদের জন্য টার্গেট করে স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা একেবারেই খারাপ নয়। কেননা সাম্প্রতিক সময়ে স্যামসাং ফোন ব্যবহার করে বেশ কিছু জনপ্রিয় সেলফি বা গ্রুপ সেলফি রয়েছে যা বিশ্বব্যাপী দেখা হয়েছে অসংখ্যবার।

যেমন:

স্যামসাং সেলফি

কিংবা বিখ্যাত অস্কার সেলফি

অস্কার সেলফি

এছাড়াও স্যামসাং ইতোমধ্যেই সেলফি পাগলদের জন্য বিশেষ একটি ক্যামেরাই বাজারে এনেছে যার মাধ্যমে স্ক্রিন রোটেট করে আপনি তুলতে পারবেন ইচ্ছেমতো সেলফি।

স্যামসাং সেলফি

কিন্তু ফোনের জগতে সেলফি পাগলই হোন আর যাই হোন, ফোনের ডিসপ্লে ও অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে কমবেশি সবাই ঘাঁটাঘাঁটি করেন। আর সেদিক দিয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম। ফাঁস হওয়া তথ্য বলছে, আগামী মাসেই ভিয়েতনামের বাজারে মুক্তি পাবে স্যামসাং-এর নতুন এই ফোনটি।

স্যামসাং-এর সেলফি-ফোন নিয়ে আপনার কী মত?