এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা

smartphone expo

স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিভিন্ন ব্র্যান্ডের নানাবিধ ডিভাইস থেকে পছন্দের স্মার্টফোন বা ট্যাবলেটটি বেছে নিতে প্রায়ই হিমশিম খান। আর তাই বিভিন্ন ডিভাইস পরখ করে দেখার জন্য মেলার কোনো বিকল্প নেই। গত ২০১৩ সালের জানুয়ারিতে দেশে প্রথমবারের মতো স্মার্টফোন এক্সপোর আয়োজন করা হয়, যেখানে দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। তারই ধারাবাহিকতায় এ বছর আগামী এপ্রিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো স্মার্টফোন ও ট্যাবের মেলা আয়োজন করেছে ‘এক্সপো মেকার’।

জানা গেছে, এপ্রিলের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে এবারের মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়াও এবারের মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যগুলোর প্রদর্শনী করবেন। পাশাপাশি গতবারের মতো এবারও অ্যাপ্লিকেশন জোনে অ্যাপ নির্মাতারা দেখাতে পারবেন তাদের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন।

স্মার্টফোন ও ট্যাবের মেলার বিভিন্ন আপডেট পেতে অ্যান্ড্রয়েড কথনে চোখ রাখুন।

সূত্র: টেকশহর