এটিই নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন যা আলোর মুখ দেখতে পারে আগামী বছর

নকিয়া অ্যান্ড্রয়েড

এক সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া অ্যান্ড্রয়েড-চালিত ফোন নিয়ে গবেষণা করছিল তা কারোরই অজানা নয়। নকিয়া আনুষ্ঠানিকভাবেই জানিয়েছে অ্যান্ড্রয়েড নিয়ে তাদের অভ্যন্তরীণ সব গবেষণার কথা। কিন্তু কোম্পানিটি এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড-চালিত কোনো স্মার্টফোনই বাজারে আনেনি। আর মাইক্রোসফটের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তো যেন নকিয়ার অ্যান্ড্রয়েড-চালিত ফোন আনার বিষয়টি মাঠে মারা গেছে। কিন্তু নতুন এক সূত্র জানিয়েছে, এখনও নকিয়া একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কাজ করছে এবং এটি আগামী বছর বাজারে আসতেও পারে।

সূত্র জানিয়েছে, নরম্যান্ডি কোডনেমের এই ডিভাইস নিয়ে নকিয়া এখনও কাজ করে চলছে। ২০১৪-তে এটি বাজারে আসার কথা রয়েছে। নরম্যান্ডি কোডনেমের এই ডিভাইসে নকিয়া অ্যান্ড্রয়েডের একটি ফর্কড সংস্করণ ব্যবহার করছে যেমনটা অ্যামাজন তাদের কিন্ডল ফায়ার ডিভাইসে করে থাকে।

কাজ চলছে পুরোদমে

নরম্যান্ডি ডিভাইসের ছবি গত মাসে টুইটারে ইভলিকস নামের একটি বিশ্বস্ত অ্যাকাউন্ট থেকে ফাঁস করা হয়। ছবিতে অনেকটা লুমিয়ার মতোই দেখতে একটি ডিভাইস দেখা যায়। প্রযুক্তিবিষয়ক সাইট দি ভার্জ তাদের সূত্র অনুসারে জানিয়েছে, নকিয়ার কাস্টোমাইজ করা অ্যান্ড্রয়েড স্কাইপের মতো জনপ্রিয় টপ কিছু অ্যাপ্লিকেশন কাজ করে। এটি মূলত নকিয়া আশা সিরিজের বিকল্প হিসেবে তৈরি করা হয় যার মাধ্যমে স্বল্পমূল্যে স্মার্টফোন বাজারজাত করার চেষ্টা করা হতো।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট নকিয়াকে কিনে নেয়ার পরিকল্পনা জানানোর পরও নকিয়া তাদের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গবেষণা অব্যাহত রেখেছে। নরম্যান্ডি নিয়ে কাজ করা কর্মীদের জানানো হয়েছে, ২০১৪ সালে এটি বাজারে মুক্তি দেয়া হবে। সে লক্ষ্যে পুরোদমে কাজ চলছে নকিয়ার এই অ্যান্ড্রয়েড ফোন নিয়ে। তবে মাইক্রোসফটের চুক্তি কার্যকর হওয়ার আগেই যদি এই ডিভাইস বাজারে না ছাড়া হয়, তাহলে এ কথা বলেই দেয়া যায় যে মাইক্রোসফট তাদের অধীনে কোনো অ্যান্ড্রয়েড ফোন বাজারজাত করবে।

এখানে উল্লেখ্য যে, নকিয়া-মাইক্রোসফটের চুক্তি পাকাপোক্ত হলেও এটি আগামী বছর থেকে কার্যকর হবে। এ কারণে মাইক্রোসফটের অধীনে যাওয়ার আগে নকিয়ার হাতে কিছু সময় আছে যার মধ্যে কোম্পানিটি পরীক্ষামূলকভাবে হলেও অ্যান্ড্রয়েড-চালিত ফোন বাজারজাত করতে পারে।

এখন কেবল দেখার বিষয় আগামী বছরে আদৌ নকিয়ার অ্যান্ড্রয়েড বাজারে প্রবেশ করে কি না।