[আইএফএ ২০১২] স্যামসাং আনলো গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা

গ্যালাক্সি নোট ২

গ্যালাক্সি নোট ২ হচ্ছে এ যাবৎ কালের স্যামসাং-এর তৈরি সর্ববৃহৎ ও সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন।

অবশেষে বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করলো স্যামসাং। বার্লিনে আইএফএ প্রদর্শনী শুরুর ২ দিন আগে নতুন এই দু’টি ডিভাইসের উদ্বোধন করলো দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স কোম্পানিটি।

গ্যালাক্সি নোট ২

গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি নোট ২

স্যামসাং গ্যালাক্সি এস ৩ ও গ্যালাক্সি নোট ২ পাশাপাশি।

গ্যালাক্সি নোট ২-কে বলা হচ্ছে স্যামসাং-এর ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী মোবাইল ডিভাইস। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিনের সঙ্গে আসা এই দৈত্যাকার মোবাইল সেটে রয়েছে ৫.৫ ইঞ্চি এইচডি সুপার এএমওএলইডি ডিসপ্লে যার রেজুলেশন দেয়া হয়েছে ১২৮০ x ৭২০ পিক্সেল। এতো বড় হওয়ার পরও ফোনের পুরুত্ব মাত্র ৯.৪ মিলিমিটার যা সত্যিই স্লিম। গ্যালাক্সি নোট ২-এ রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ২ গিগাবাইট র‌্যাম, যা যে কোনো গ্যাজেটপ্রেমীরই মাথা নষ্ট করে দিতে পারে।

তবে ক্যামেরা নিয়ে অন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে। এতোবড় ডিভাইসে দেয়া হয়েছে মাত্র ৮ মেগাপিক্সেল ক্যামেরা যদিও তা ১০৮০পি এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম বলে বলা হচ্ছে। আর সামনে দেয়া হয়েছে মাত্র ১.৯ মেগাপিক্সেল ক্যামেরা। তুলনামূলকভাবে বলা যায়, একই দিনে সনি ঘোষণা করে এক্সপেরিয়া টি নামের নতুন স্মার্টফোন যাতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও এক্সপেরিয়া টি’র ফ্রন্ট ক্যামেরা দিয়েই ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যায় বলে জানিয়েছে সনি। সনির সেটগুলো সম্পর্কে বিস্তারিত পড়তে দেখুন এখানে

প্রথম প্রজন্মের গ্যালাক্সি নোটের মতোই গ্যালাক্সি নোট ২-তে রয়েছে এস-পেন নামের স্টাইলাস। এর আগে গ্যালাক্সি নোট ১০.১ ট্যাবলেটে স্টাইলাস সম্পর্কিত যেসব সুবিধার কথা বলা হয়েছিল তার সবই গ্যালাক্সি নোট ২-এ পাওয়া যাবে বলে জানা গেছে।

গ্যালাক্সি নোট ২ মার্বেল হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে এই দু’টি রঙে এ বছরের মধ্যেই বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। তবে কবে নাগাদ তা বাজারে আসতে পারে বা এর দামই বা কতো হতে পারে, সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

গ্যালাক্সি ক্যামেরা

গ্যালাক্সি ক্যামেরা

এর আগে গুজব ছড়ায় যে, স্যামসাং নতুন অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা আনতে যাচ্ছে। তখন আমরাও এ ব্যাপারে জানিয়েছিলাম। কিন্তু তখন এর নাম গ্যালাক্সি এস ক্যামেরা হবে বলে ধারণা করা হলেও আজ জানা গেছে, এর নাম দেয়া হয়েছে গ্যালাক্সি ক্যামেরা।

গ্যালাক্সি ক্যামেরা

গ্যালাক্সি ক্যামেরা

১৬ মেগাপিক্সেল লেন্সের এই ক্যামেরায় আইসক্রিম স্যান্ডউইচ চলবে বলা হলেও সম্প্রতি জানা গেছে এতে জেলি বিন অপারেটিং সিস্টেম চলবে। এছাড়াও এটি ৩জি ও ৪জি দু’টি মডেলে বাজারে আসবে বলে বলা হচ্ছে যাতে করে ক্যামেরা থেকেই সোশাল নেটওয়ার্কে ছবি শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা।

গ্যালাক্সি ক্যামেরা সম্পর্কে যেসব বৈশিষ্ট্য জানা গেছে তা নিম্নরূপঃ

  • ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর
  • ১৬.৪ মেগাপিক্সেল
  • ২১এক্স অপটিক্যাল জুম
  • ৮ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ, সঙ্গে থাকছে মেমোরি কার্ড স্লট
  • ৪.৮ ইঞ্চি ক্যাপাসিটিভ এইচডি ডিসপ্লে
  • ৩জি ও ৪জি কানেক্টিভিটি
  • এ-জিপিএস, ব্লুটুথ ৪.০
  • ১,৬৫০ এমএএইচ ব্যাটারি
  • অ্যান্ড্রয়েড জেলি বিন

গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা দু’টোই এ বছরের শেষের আগেই বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। ধারণা করা হচ্ছে, অক্টোবর নাগাদ সেটগুলো বাজারে আসবে। তবে এর দাম নিয়ে কোনো তথ্য জানায়নি স্যামসাং।

গ্যালাক্সি নোট ২ বা গ্যালাক্সি ক্যামেরা নিয়ে আপনার মন্তব্য জানান। যারা ইদানিং গ্যালাক্সি এস থ্রি কিনেছেন, তারা কি নোট ২ দেখে আফসোস করছেন?