গুগল আই/ও-তে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৪ গুগল এডিশন

স্যামসাং গ্যালাক্সি এস৪ ইতোমধ্যেই বেশ জনপ্রিয় ও ব্যাপক-প্রত্যাশিত একটি ডিভাইসে রূপ নিয়েছে। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের অনেকেই স্যামসাং-এর নিজস্ব টাচউইজ ইউজার ইন্টারফেসের ভক্ত নন। এছাড়াও স্যামসাং-এর নিজস্ব অনেক অ্যাপ্লিকেশনে ভরপুর থাকে গ্যালাক্সি এস৪, যার অনেকগুলোই হয়তো ব্যবহারকারী ব্যবহারই করেন না। যারা খুব সাধারণ বা স্টক অ্যান্ড্রয়েডে স্যামসাং গ্যালাক্সি এস৪ কিনতে চাচ্ছেন, তাদের জন্যই সুখবর শোনা যাচ্ছে। কেননা, আগামীকাল থেকে শুরু হওয়া গুগল আই/ও কনফারেন্সে স্যামসাং গ্যালাক্সি এস৪-এর একটি বিশেষ সংস্করণের ঘোষণা দিতে যাচ্ছে গুগল।

“স্যামসাং গ্যালাক্সি এস৪ গুগল এডিশন” নামের এই সংস্করণে ব্যবহার করা হবে AOSP. এতে করে স্যামসাং-এর নিজস্ব অনেক অ্যাপ্লিকেশন (ব্লোটওয়্যার) থাকবে না। বলা বাহুল্য, সর্বশেষ গুগলের ফোন ছিল নেক্সাস ৪ যা গুগলের তত্ত্বাবধানে এলজি তৈরি করে দেয়। কিন্তু নতুন এই স্যামসাং গ্যালাক্সি এস৪ গুগল এডিশন কোনো নেক্সাস ডিভাইস নয়। কেননা, সূত্রমতে, এই ফোন স্যামসাং-এর নিজস্ব নকশায় তৈরি। গুগল কেবল এর সফটওয়্যারে পরিবর্তন এনেছে এবং অ্যান্ড্রয়েডের “গুগল সংস্করণ”-এ এনে ফোনটি বিক্রি করবে।

যুক্তরাষ্ট্রে টি-মোবাইলের অধীনে আসছে জুন মাস থেকেই এই গুগল এডিশনের এস৪ পাওয়া যাবে বলে জানা গেছে। তবে দাম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এখনও। গুগলের ডিভাইসগুলোর (ক্রোমবুক, নেক্সাস) প্রধান সেলিং পয়েন্টই সাধারণত এর আকর্ষণীয় দাম হয়ে থাকে। তাই গ্যালাক্সি এস৪-এর গুগল এডিশনের দাম কত হয় তা জানতেই সবার নজর এবারের গুগল আই/ও-তে।