অবমুক্ত হওয়ার এক মাসের মাথায়ই এইচটিসি ফার্স্ট বিক্রি বন্ধ হচ্ছে

বাজারে আসার মাত্র এক মাসের মাথায় প্রথম বিল্ট-ইন ফেসবুক ফোন এইচটিসি ফার্স্টের বিক্রি বন্ধ করে দেয়ার চিন্তাভাবনা করছে এটিঅ্যান্ডটি। সম্প্রতি বয় জিনিয়াস রিপোর্টের একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যেই এইচটিসি ফার্স্ট ফোনের প্রাথমিক দাম কমিয়ে ০.৯৯ ডলারে নামানো হয়েছে।

ফেসবুক হোমএইচটিসি ফার্স্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল, তা অনেকটাই কমে গেছে এই দু’টোর আনুষ্ঠানিক ঘোষণার পর। অনেক ওয়েবসাইট ইতোমধ্যেই ফেসবুক হোমকে একটি ফ্লপ প্রোডাক্ট বলে আখ্যায়িত করেছে। অফিসিয়ালি সাপোর্টেড ডিভাইসগুলোর পাশাপাশি যে কোনো ফোনে ফেসবুক হোম ব্যবহারের হ্যাক বের হলেও মানুষের মধ্যে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

এতসবের পর এইচটিসি ফার্স্ট, যে ফোনটি আসেই ফেসবুক হোম প্রিইন্সটল হয়ে, সেই ফোনের চাহিদা যে প্রায় থাকবেই না, তা অনেকটা আন্দাজেই বলা যায়।

বিজিআর জানিয়েছে, এটিঅ্যান্ডটি গত সপ্তাহে পুরো যুক্তরাষ্ট্রে ১৫ হাজারেরও কম এইচটিসি ফার্স্ট ইউনিট বিক্রি করেছে। তাদের সূত্র মতে, শিগগিরই এইচটিসি ফার্স্ট-এর বিক্রি বন্ধ করে দেবে এটিঅ্যান্ডটি এবং অবিক্রিত পণ্যগুলো এইচটিসিকে ফেরৎ দেবে।  বিজিআর-এর মতে, এইচটিসি ফার্স্ট-এর বিক্রি ২০১১ সালের এইচটিসি চাচা-এর বিক্রির চেয়েও খারাপ যাচ্ছে।

ঠিক কখন এইচটিসি ফার্স্ট-এর বিক্রি বন্ধ হতে যাচ্ছে এমন কোনো তথ্য এখনও জানা যায়নি। তবে বয় জিনিয়াস রিপোর্টকে দাম কমানো সম্পর্কে এটিঅ্যান্ডটি কেবল এতটুকুই বলেছে যে, “আমরা সবসময়ই দাম সংক্রান্ত প্রোমোশন করে থাকি এবং এখন পর্যন্ত ভবিষ্যত নিয়ে কোনো পরিকল্পনা নেয়া হয়নি।”

২০১২ সাল খুব একটা ভালো যায়নি এইচটিসির। ২০১৩-এর শুরুর দিকে এসে এতবড় একটি ফ্লপ ফোন এইচটিসির এ বছরের লাভের হিসেবটাও কমিয়ে আনতে পারে বলে ধারণা করছেন অনেক বিশ্লেষক।

এইচটিসি ফার্স্ট নিয়ে আপনার মতামত কী?