ফাঁস হলো মটোরোলার নতুন ফোনের ছবি ও তথ্য!

সবাই যখন স্যামসাং গ্যালাক্সি এস ৪ নিয়ে ব্যস্ত, ঠিক তার আগ মুহূর্তেই মটোরোলার নতুন একটি ফোন সম্পর্কে তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে।  যদিও আগে মটোরোলা এক্স-ফোন এর অনেক গুজব শোনা গেছে, কিন্তু ধারণা করা হচ্ছে সম্প্রতি ফাঁস হওয়া ফোনটি মটোরোলার এক্স-ফোন নয়।

ফাঁস হওয়া তথ্য থেকে যা জানা গেছে তা হলো, ফোনটির মডেল হবে XT912A, যা থেকে বলা যাচ্ছে যে এটি Droid RAZR (XT912) এর স্থান দখল করবে। এছাড়াও গুজব অনুসারে এতে আরও থাকবে Snapdragon S4 Pro কোয়াড-কোর সিপিইউ। অবশ্য সিপিইউ কত গিগাহার্জে চলবে তা জানা যায়নি। এছাড়াও এতে থাকছে Adreno 320 জিপিইউ এবং ২ গিগাবাইট র‌্যাম। তাছাড়া এর ডিসপ্লে ৪” ইঞ্চি এইচডি ডিসপ্লে যার  রেজুলেশন বা ডিসপ্লে পিপিআই এর বিষয়েও কোন তথ্য পাওয়া যায়নি।

মটোরোলার নতুন এই ফোনে ২০০০ mAh ক্ষমতার ব্যাটারি থাকবে বলেও শোনা যাচ্ছে। XT912A এর ডিজাইন দেখে বলা যাচ্ছে যে মটোরোলা ২০১৩ সালে সম্পূর্ণ নতুন ডিজাইনের মোবাইল ফোন বের করছে। অবশ্য মোবাইল এর UI এর ছবি দেখে ধারণা করা হচ্ছে যে, এটিই হতে পারে গুগল এর নতুন নেক্সাস ডিভাইস।

আপনাদের কি মতামত?