“মটোরোলার নতুন অ্যান্ড্রয়েড সেট হবে বোরিং” : গুগল

ইন্টারনেটজুড়ে ইতোমধ্যেই গুগল ও মটোরোলার এক্স-ফোন নিয়ে ব্যাপক আশা-প্রত্যাশা ও গুজবের ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু গুগলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সম্প্রতি সব আশা-প্রত্যাশাকে ধূলোয় মিশিয়ে দেয়ার মতো এক মন্তব্য করেছেন। তার মতে, গুগলের নিজেদেরই খুব একটা পছন্দমতো তৈরি হচ্ছে না মটোরোলার আগামী ফোন।

উল্লেখ্য যে, গুগলের নিজেদের পছন্দের কথা এভাবে উল্লেখ করেননি তিনি; কিংবা মটোরোলা এক্স-ফোনের নামও উল্লেখ করেননি তিনি, তবে তার বক্তব্যে এমনটা স্পষ্ট ছিল যে, বাজিমাত করার জন্য আসছে না মটোরোলার পরবর্তী ফোন। অবশ্য এর আগে তেমন গুজবই ছড়িয়েছিল ইন্টারনেটে।

মটোরোলা সম্পর্কে গুগল জানে, কেননা এর আগে গুগল মটোরোলার মোবিলিটি বিভাগ কিনে নিয়েছিল।  তবে এই কিনে নেয়ার সময় কিছু কিছু বিষয় ছিল যা গুগলকেও মেনে নিতে হয়েছিল। মটোরোলা তাদের বিভিন্ন পার্টনারের সঙ্গে যেসব চুক্তি করেছিল সেগুলোয় কোনো পরিবর্তন আনতে পারেনি গুগল। প্রায় ১৮ মাস পর্যন্ত মটোরোলার পূর্ববর্তী বিভিন্ন চুক্তিগুলোতে আবদ্ধ থাকতে হয়েছে কোম্পানিটিকে, যে কারণে গুগল খুব একটা কিছু করতে পারেনি।

আসছে নভেম্বরে সেই ১৮ মাস সময়সীমা শেষ হচ্ছে, যার পর গুগল নিজেরা কিছু একটা ঘোষণা করতে পারে। আর গুগলের নতুন নেক্সাস ডিভাইসগুলো বছরের ঐ সময়ের দিকেই ঘোষিত হয়ে থাকে।

তার মানে অবশ্যই এই নয় যে, আগামী নেক্সাসই মটোরোলার তৈরি নেক্সাস হতে যাচ্ছে। এই মাসেই নেক্সাস ৫ মুক্তি পাবার গুজব রয়েছে যেটি এলজির তৈরি বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু এতটুকু নিশ্চিত যে, শিগগিরই মটোরোলার যেই ফোনটি আসতে যাচ্ছে, সেটি গুগলের তথাকথিত এক্স-ফোন নয়। গুগলের চিফ ফাইন্যান্সিং অফিসার হয়তো তার কথার মধ্য দিয়ে সেই ইঙ্গিতই দিয়েছেন।