মাত্র ৯৯ সেন্টে প্লে স্টোরে বিক্রি হচ্ছে বেশ কিছু জনপ্রিয় গেম

থ্যাংকসগিভিং থেকে শুরু করে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি স্টোরেই অবিশ্বাস্য সব ছাড় দেয়া হয়ে থাকে। প্লে স্টোরই বা বাদ যাবে কেন? তাই গেমারদের অবিশ্বাস্য কম দামে বেশ কিছু জনপ্রিয় গেম কেনার সুযোগ দিচ্ছে গেমলফট।

আর মাত্র দুইদিনের মধ্যে যারা প্লে স্টোর থেকে দি অ্যামেইজিং স্পাইডার ম্যান, গ্যাংস্টার রিও, দি অ্যাডভেঞ্চার অফ টিনটিনব্যাকস্ট্যাব গেমটি কিনতে যাবেন, তারা প্রায় ৭ ডলারের গেমগুলো মাত্র ৯৯ সেন্টে কেনার সুযোগ পাবেন। আর একবার কিনলে ঐ অ্যাকাউন্ট থেকে সবসময়ই আপনার যে কোনো ডিভাইস ডাউনলোড করতে পারবেন গেমটি।

জনপ্রিয় এই গেমগুলোর রেটিং যদিও খুব একটা সুবিধের না, প্রায় ৭ ডলারেই এগুলো তুমুল বিক্রি হয়। এতো দামী গেমগুলো মাত্র ৯৯ সেন্টে অনেকেই লুফে নিতে চাইবেন। এমনকি যাদের এখনও ভালোমানের অ্যান্ড্রয়েড বা ট্যাবলেট নেই, তারাও হয়তো কিনে রাখতে চাইবেন যদি ভবিষ্যতে নেক্সাস ৪, ৭ বা ১০ কিংবা হাই-এন্ডের কোনো ট্যাবলেট কেনার ইচ্ছা থাকে। এতে করে আজ মাত্র ৯৯ সেন্টে কিনেই ভবিষ্যতে ট্যাবলেট কিনে ৭ ডলারের গেমগুলো খেলতে পারবেন।

আর ততোদিনে গেমগুলোর বাগ দূর করে আরও পলিশ করে তোলা হবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিতই থাকতে পারেন।

আরও পড়ুনঃ প্রথম প্লে স্টোর থেকে গেম কেনার অভিজ্ঞতা

তো আর দেরি কেন? যাদের ভিসা/মাস্টারকার্ডের লোগো সমৃদ্ধ ডেবিট/ক্রেডিট কার্ড আছে, তারা এখনই কিনে ফেলুন। উল্লেখ্য, ফ্রিল্যান্সারদের পেওনিয়ার ডেবিট কার্ড দিয়েও প্লে স্টোরে কেনাকাটা করা যাবে।