[ভিডিও] আইফোনের সিরির চেয়ে দ্রুততর কাজ করে গুগল ভয়েস সার্চ

আইফোনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হিসেবে সিরির নাম অনেকেই শুনে থাকবেন। আইফোন ৪এস বের করার সময় অন্যতম সুবিধা হিসেবেই এর নাম ঘোষণা করা হয়। সিরি হচ্ছে ভয়েস অ্যাসিসট্যান্ট। আপনার ফোনের যাবতীয় কাজ আপনি কোনো স্পর্শ ছাড়াই কেবল ভয়েস কমান্ডের মাধ্যমে করাতে পারবেন এই সিরি সুবিধা দিয়ে। যদিও প্রথম দিকে সিরিকে নিয়ে বেশ মজাদার কিছু জিনিস দেখা গেছে, ক্রমেই সিরি হয়ে উঠেছে ভালো ও ম্যাচিউর একটি সুবিধা।

কিন্তু ব্যবহারকারীদের জন্য গুগল এই সময়টায় বসে থাকেনি। গুগলও তৈরি করে গেছে তাদের নিজস্ব “সিরি”। অবশ্যই এর নাম সিরি নয়, বরং গুগল ভয়েস সার্চ নামেই আইফোনের (আইওএস) জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে গুগল। আর এটি অ্যাপলের নিজস্ব সিরিকেও ছাড়িয়ে গেছে। নিচের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সিরির চেয়ে কতোটা দ্রুত কাজ করতে পারে গুগল ভয়েস সার্চ।

গিজমোডো কর্তৃক পরীক্ষিত এই টেস্টে দেখতেই পাচ্ছেন, প্রায়ই দেরিতে এমনকি কয়েকবার ভুল ফলাফলও দিয়েছে অ্যাপলের সিরি। অথচ অ্যাপলেরই ডিভাইসে গুগলের অ্যাপ্লিকেশন আরও ভালো কাজ করছে।

এর আগে অ্যাপল তাদের আইফোন ৫-এ গুগল ম্যাপস বাদ দিলে বেশ লজ্জাজনক অবস্থায় পড়তে হয় অ্যাপলকে। প্রধান নির্বাহী টিম কুক অ্যাপলের ওয়েবসাইটে অ্যাপল ম্যাপসের বদলে অন্য কোনো ম্যাপস ডাউনলোড করে নেয়ার পরামর্শ নেন যার মধ্যে গুগল ম্যাপসও ছিল।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল এস-ভয়েস নামে একটি অ্যাপ্লিকেশন অনেক আগেই মুক্তি দিয়েছে। অবশ্য বাংলাদেশে থেকে দু’টি কারণে আপনি এসব ভয়েস অ্যাসিসট্যান্ট থেকে খুব একটা সুবিধা পাবেন না। একটি হচ্ছে আমাদের উচ্চারণ স্থানীয়দের মতো নয়, আর দ্বিতীয় হচ্ছে এ দেশে টার্ন-বাই-টার্ন ভয়েস নেভিগেশন সুবিধা নেই। কাজেই, উপরের ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে, সেভাবে আপনি জানতে পারবেন না স্টার সিনেপ্লেক্সে কী মুভি চলছে কিংবা মোস্ট ওয়েলকাম ছবিতে কে অভিনয় করেছে!