কালো রঙের গ্যালাক্সি এস থ্রি আনছে স্যামসাং

মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেটসের জন্য কালো রঙ অনেকেরই পছন্দ। কম্পিউটার ও এর বিভিন্ন অ্যাক্সেসরিজের রঙ অনেক আগেই কালোতে শিফট করেছে। ল্যাপটপ, ক্যামেরা এবং স্মার্টফোনের ক্ষেত্রেও অনেকের প্রথম পছন্দ হচ্ছে কালো। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস থ্রি-এর জন্য যারা বসেছিলেন, তাদের হতাশ করেই কালো রঙের কোনো এস থ্রি ফোন বের করেনি স্যামসাং।

কালো গ্যালাক্সি এসথ্রি

তবে সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু ছবি দেখে মনে হচ্ছে, কালো রঙ প্রেমীদের ডাক অবশেষে স্যামসাং-এর কানে পৌঁছেছে। উপরের ছবিটি প্রথম স্যামসাং-এর ফেসবুকে পেজে দেখা গেছে। অলিম্পিক গেমস নিয়ে প্রচারণার সঙ্গে এই ছবিটি প্রকাশ করেছে স্যামসাং। আর যারা স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ঘেঁটে দেখেছেন, তারা ছবিটি দেখেই আন্দাজ করতে পারবেন যে এটি গ্যালাক্সি এস থ্রি ছাড়া অন্য কোনো সেট হওয়ার সম্ভাবনা খুবই কম।

কালো রঙের গ্যালাক্সি এস থ্রি থাকার সম্ভাবনা আরও বেড়েছে যখন সম্প্রতি যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কারফোন ওয়্যারহাউজের প্রোডাক্ট ডেটাবেজ থেকে একটি ছবি ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া ছবিটিতে গ্যালাক্সি এস থ্রি’র তালিকায় সাদা এবং নীলের পাশাপাশি কালোও দেখা গেছে। তবে কালো রঙের এই বহুল আকাঙ্ক্ষিত গ্যালাক্সি এস থ্রি কবে মুক্তি পেতে পারে সে সম্পর্কে কোনো তথ্যই জানা যায়নি। মূলত গ্যালাক্সি এস থ্রি যে কালো রঙের কেসিং-এ তৈরি হয়েছে তাও স্যামসাং-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

galaxy s3 black

আনুষ্ঠানিকভাবে না জেনেও কেবল একটি ছবি দেখে গ্যালাক্সি এস থ্রি এর কালো সংস্করণ থাকবে এটি বিশ্বাসযোগ্য হওয়ার কারণ হলো গ্যালাক্সি এস থ্রি মুক্তি পাবার আগে ঠিক একই ধরনের আরেকটি ছবি ফাঁস হয় যেখানে গ্যালাক্সি এস থ্রি’র প্রাথমিক দু’টি রঙ দেখা যায়। পরবর্তীতে ঠিক সেই দু’টি রঙেই বাজারে আনা হয় স্যামসাং গ্যালাক্সি এস থ্রি।

তাই গ্যালাক্সি এস থ্রি কিনতে যাচ্ছেন অথচ কালো রঙ না থাকায় মুখ মলিন হয়ে আছে এমন কোনো ক্রেতা থাকলে আরও কিছুদিন ধৈর্য্য ধরে দেখতে পারেন। হয়তো শিগগিরই আপনার কাছের স্টোরে এসে হাজির হবে স্যামসাং গ্যালাক্সি এস থ্রি’র কালো সংস্করণ!