[ভোটের ফলাফল] প্রযুক্তিমনষ্করাই এক্সপেরিয়া ফোন বেশি পছন্দ করেন

অ্যান্ড্রয়েড কথনের ভোটাভুটি বিভাগে বেশ কয়েক সপ্তাহ আগে আপনার কোন অ্যান্ড্রয়েড ডিভাইস প্রস্তুতকারী কোম্পানিকে পছন্দ এই শিরোনামে একটি ভোটের ব্যবস্থা করা হয়। আমরা জানতে চেয়েছিলাম, অ্যান্ড্রয়েড জগতে বিভিন্ন ডিভাইস প্রস্তুতকারকদের মধ্যে আপনার মতে সেরা ও আকর্ষণীয় অ্যান্ড্রয়েড ডিভাইস (ফোন ও ট্যাবলেট) তৈরি করে কোন কোম্পানি। চয়েস হিসেবে ছিল স্যামসাং, সনি এক্সপেরিয়া, এইচটিসি, মটোরোলা ও এলজি’র নাম।

সম্প্রতি সেই ভোটে ১ হাজার ভোটার সংখ্যা অতিক্রম করেছে। তাই আমরা কোন কোম্পানি সবচেয়ে আকর্ষণীয় অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে এই ভোটটি বন্ধ করে দিচ্ছি ও নিচে জানাচ্ছি এর ফলাফল।

যেমনটা উপরে দেখতে পারছেন, ৪৪৮ ভোট পেয়ে স্যামসাং-ই সবার উপরে রয়েছে। তারপর ৪০৪ ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছে সনি এক্সপেরিয়া, ১৩২ ভোটে তৃতীয় অবস্থানে এইচটিসি এবং ১৬ ও ৯টি ভোটে যথাক্রমে এলজি ও মটোরোলা চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। যদিও এক পলকেই দেখা যাচ্ছে বিজয়ী হচ্ছে স্যামসাং, তবুও এখানে আরো কিছু বলা আছে।

অ্যান্ড্রয়েড কথনের যাত্রা শুরুর পর মূলত ফেসবুকের মাধ্যমেই এই সাইট সম্পর্কে প্রচারণা করা হয়। লিড রাইটার ও ফাউন্ডার হিসেবে আমার কাঁধেই দায়িত্বটা বেশি ছিল। এতোদিন প্রযুক্তি নিয়ে কাজ করার ও লেখালেখি করার সুবাদে আমার বন্ধু তালিকায়ও প্রযুক্তি মনষ্ক মানুষই বেশি আছেন। আর তাই শুরুর দিকে আইটি নিয়ে মোটামুটি ভালো ধারণা রাখেন এমন পাঠকরাই অ্যান্ড্রয়েড কথনে আসতে শুরু করেন।

সেরা অ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতার ভোটটি শুরু হয় সে সময়ই। আর ভোটাভুটি শুরুর পর থেকে টানা বহুদিন অধিক ভোট পেয়ে শীর্ষস্থান ধরে রাখে সনির এক্সপেরিয়া। স্পষ্টই দেখা যাচ্ছিল, জয়টা এক্সপেরিয়ারই হবে। কিন্তু ১৫ই অক্টোবরের পর হঠাৎই সব পরিবর্তন হয়ে গেল।

অক্টোবরের ১৫ তারিখ জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোয় অ্যান্ড্রয়েড কথন সম্পর্কে লেখা হয়। স্বাভাবিকভাবেই তখন দেশের ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অ্যান্ড্রয়েড কথন ভিজিট করতে শুরু করেন। তাদের অধিকাংশই নিয়মিত ভিজিট করছেন না, কিন্তু সেই এক ভিজিটে অনেকেই সেরা অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা কোম্পানিকে ভোটটা দিয়ে গেছেন। আর ঠিক সেদিন থেকেই এক্সপেরিয়ার পাওয়া ভোটকে ছাড়িয়ে যেতে শুরু করে স্যামসাং।

তাই আমি ধারণা করছি, সাধারণ মানুষের চোখে পড়া মাত্রই তারা স্যামসাং-কে ভোট দিতে শুরু করেন। স্যামসাং বিশ্বব্যাপী স্মার্টফোন জগতে শীর্ষস্থানে রয়েছে যদিও মিড-রেঞ্জে এক্সপেরিয়ার ফোনগুলো অনেকের কাছেই বেশি জনপ্রিয় ও পারফরম্যান্সেও স্যামসাংকে ছাড়িয়ে যায় বলে অনেকের মতামত। কিন্তু সাধারণ মানুষ বা ক্রেতার কাছে স্যামসাং-ই বেশি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে অ্যান্ড্রয়েড কথনে আয়োজিত এই ভোটাভুটিতে।

আর সে জন্যই এই কথা বলা যেতে পারে, একটু প্রযুক্তি মনষ্ক ব্যক্তিরা স্যামসাং-এর চাইতে সনির এক্সপেরিয়া ডিভাইস পছন্দ করে থাকেন। হয়তো তারা স্মার্টফোন কেনার আগে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাটি করে থাকেন বলে এই বিষয়ে নিশ্চিত হন যে মধ্যম-বাজেটে এক্সপেরিয়া স্মার্টফোন হচ্ছে সেরা। অন্যদিকে সাধারণ ব্যবহারকারী স্যামসাং-এর বিপুল প্রচারণা ও গ্যালাক্সি এস ৩-এর মতো ফ্ল্যাগশিপ ফোন দেখে স্যামসাং-কেই সেরা হিসেবে তাদের ভোট দিয়েছেন।

তো, এই ছিল অ্যান্ড্রয়েড কথনে আয়োজিত প্রথম ভোটাভুটির ফলাফল। এই ভোটে মোট ভোটদাতার সংখ্যা ছিল ১০০৯ জন। শীঘ্রই আগামী ভোটটি চালু হবে অ্যান্ড্রয়েড কথনে। তা আলাদা পোস্টের পাশাপাশি অ্যান্ড্রয়েড কথনের ডান পাশের কলামেও সবসময় দেখতে পাবেন আপনারা।

যারা এ আয়োজনে ভোট দিয়ে মত প্রকাশ করেছেন, তাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 🙂