জাপানে রিলিজ হলো ৫ ইঞ্চি ডিসপ্লের HTC J Butterfly

htc

এইচটিসি

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল এইচটিসির ৫ ইঞ্চি স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোনের গুজব। প্রথমে এগুলোকে কেবলই ইন্টারনেটে ছড়ানো গুজব বলে ধারণা করা হলেও এগুলো সত্য হওয়ারও সম্ভাবনা ছিল। কেননা, চলতি বছরে এইচটিসির আয়ের পরিমান কমতে থাকলেও এইচটিসি ওয়ান এক্স ও এক্সএল-এর মতো হাই-এন্ড ফোন বাজারে এনে ক্রেতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। হারানো বাজার ফিরে পেতে ও লাভের অঙ্কটা বাড়াতে এইচটিসি এমন হাই-এন্ড আরও কিছু সেট বাজারে আনবে সেটাই স্বাভাবিক। তবে ৫ ইঞ্চি আকারের কোনো ডিভাইসের প্রমাণ এতোদিন পাওয়া যায়নি।

সম্প্রতি সেই গুজবই পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে। তাও কোনো সংবাদ বা গোপন সূত্রের মাধ্যমে নয়, জাপানে আনুষ্ঠানিকভাবেই ঘোষণা করেছে এইচটিসি তাদের নতুন এই বিশালাকৃতির সেট। জানা গেছে, এই সেটের নাম দেয়া হয়েছে এইচটিসি জে বাটারফ্লাই (HTC J Butterfly)।

এইচটিসি জে বাটারফ্লাই-এর স্ক্রিনে ব্যবহৃত হয়েছে সুপার এলসিডি ৩ প্রযুক্তি। এটি শুনে অনেকেই শান্তি পাবেন, কেননা এইচটি ওয়ান এক্স-এ ব্যবহৃত হয়েছে সুপার এলসিডি ২ প্রযুক্তি। অর্থাৎ, ওয়ান এক্স-এর তুলনায় কেবল স্ক্রিনের আকারই বেশি নয়, প্রযুক্তিও খানিকটা উন্নত। এছাড়াও এই স্ক্রিনের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) হচ্ছে ৪৪০, যা সত্যিই অবাক করে দেয়ার মতো।

এইচটিসি জে বাটারফ্লাই

তবে কেবল স্ক্রিনের আকার আর প্রযুক্তি দিয়ে তো মন ভরবে না, তাই ডিভাইসের বিস্তারিত স্পেসিফিকেশনও প্রকাশিত হয়েছে। জানা গেছে, এতে রয়েছে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরার দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছে নতুন এই সেট, বিশেষ করে যেখানে আসুস তাদের নতুন স্মার্টফোন কাম ট্যাবলেটে জুড়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেখানে এইচটিসির কাছ থেকে আরেকটু বেশিই আশা করেছিলেন সবাই।

ব্যাটারির দিক দিয়েও ততোটা সবল নয় এই ফোন। মাত্র ২০২০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে কোয়াড-কোর প্রসেসর আর ৫ ইঞ্চি স্ক্রিনকে ব্যাকআপ দেয়ার জন্য। তাই ব্যবহারকারীরা হয়তো বারবার ফোন চার্জ দিতে গিয়ে খানিকটা বিরক্তই হয়ে পড়বেন।

কবে নাগাদ এই ফোন ইউরোপ বা আমেরিকার বাজারে আসবে সে সম্পর্কে কিছু জানা না গেলেও ডিসেম্বরেই জাপানের ক্রেতারা সেটটি হাতে পাবেন বলে সূত্র জানিয়েছে। তবে কত দাম হতে পারে, সে ব্যাপারে এইচটিসি এখনও কিছু জানায়নি।