এই পৃষ্ঠার সামগ্রীগুলো অ্যান্ড্রয়েডের সঙ্গে সম্পর্কিত নয়। তবুও পাঠকদের সুবিধার্থে আমাদের পছন্দের কিছু অনলাইন টুলসের সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হলো। এগুলো আপনার অনলাইন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিময় করে তুলবে বলেই আমাদের বিশ্বাস।
অপারেটিং সিস্টেমঃ
- অ্যান্ড্রয়েডঃ অবশ্যই আপনার ফোনটি যদি এখনও অ্যান্ড্রয়েডের না হয়ে থাকে, তাহলে আজই অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য টাকা জমাতে শুরু করে দিন। বিভিন্ন দামে আকর্ষণীয় সব অ্যান্ড্রয়েড ডিভাইস আপনার ওয়েব দুনিয়াকে এনে দেবে হাতের মুঠোয়। স্মার্টফোন নাম তো আর এমনি এমনি হয়নি!
- লিনাক্সঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি মোবাইলে ব্যবহৃত হলেও এটি কিন্তু লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি। লিনাক্স আমাদের পছন্দ এর একমাত্র কারণ এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বিনামূল্যে ব্যবহার করা সম্পূর্ণ আইনতঃ বৈধ। আমরা যেসব সিডি কিনে উইন্ডোজ ব্যবহার করি তা সাধারণত ক্র্যাকড হয়ে থাকে। প্রয়োজন মেটাতে উইন্ডোজ ব্যবহার করতে হলেও পাশাপাশি লিনাক্সের যেকোনো একটি অপারেটিং সিস্টেম কম্পিউটারে রাখতে পারেন। এটি কম্পিউটারকে রাখবে দ্রুত ও গতিশীল এবং নিরাপদ। আমাদের দু’টি পছন্দের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম হচ্ছে উবুন্টু (অ্যাডভান্সড ব্যবহারকারীদের জন্য) এবং লিনাক্স মিন্ট (সাধারণ ব্যবহারকারীদের জন্য)।
অনলাইন ফাইল স্টোরেজ
- ড্রপবক্সঃ ইন্টারনেটের কল্যাণে এখন ফাইল শেয়ার করা বা নিজের ফাইল ইন্টারনেটে রাখা অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। একাধিক কম্পিউটারের মধ্যে সাধারণ কিছু ফাইল সিংক্রোনাইজ রাখা, কম্পিউটার ও মোবাইলের মধ্যে ফাইল শেয়ার করা ইত্যাদি কাজে ড্রপবক্স সবচেয়ে জনপ্রিয়। এটি কম্পিউটারে আলাদা একটি ফোল্ডারের মতো কাজ করে। এই ফোল্ডারে রাখা সব ফাইলই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। পরবর্তীতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ড্রপবক্স থেকে সেই ফাইলটি ডাউনলোড করতে পারবেন। প্রাথমিকভাবে ২ গিগাবাইট ও পরবর্তীতে রেফারালের মাধ্যমে সর্বোচ্চ ১৮ গিগাবাইট পর্যন্ত জায়গা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। ড্রপবক্সে যোগ দিন এখান থেকে।
- গুগল ড্রাইভঃ ড্রপবক্সের দেখাদেখি গুগল চালু করে তাদের গুগল ড্রাইভ সেবা। এটি ড্রপবক্সের মতো ততোটা জনপ্রিয় নয়। তবুও এতে যোগ দিলে ৫ গিগাবাইট জায়গা পাবেন যা পরবর্তীতে বিনামূল্যে আর বাড়ানো যাবে না (যেমনটা ড্রপবক্সে সম্ভব)। গুগল ড্রাইভের ঠিকানা।