আপনি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। অথবা আপনি অ্যান্ড্রয়েড নিয়ে আগ্রহী। এই প্রথম আপনি বাংলা ভাষায় একটি সাইট খুঁজে পেয়েছেন যেখানে অ্যান্ড্রয়েড সংক্রান্ত সর্বশেষ খবর, টিপস, টিউটোরিয়াল, হ্যান্ডসেট রিভিউ, অ্যাপ্লিকেশন রিভিউ ও গেমস রিভিউ প্রকাশ করা হয়। কিন্তু আপনি কীভাবে জানবেন কখন এতে নতুন লেখা প্রকাশিত হচ্ছে?

আমরা চেষ্টা করছি আমাদের সাইট প্রতিনিয়ত আপডেট করতে। আর আপনারাও সাইটে নতুন তথ্য যোগ হওয়ামাত্রই নিশ্চয়ই জানতে চাইবেন। প্রতিদিন অ্যান্ড্রয়েড কথন ভিজিট করে নতুন কী আছে তা দেখা একটা উপায় হতে পারে। কিন্তু একাধিকবার ভিজিট করার পর নতুন কোনো পোস্ট বা আপনার কাজে আসবে এমন পোস্ট দেখতে না পেয়ে একটু হতাশ ও বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তাহলে কীভাবে আপনি আমাদের সব কন্টেন্টের সঙ্গে আপডেটেড থাকতে পারবেন?

উত্তরটা সহজ। সোশাল মিডিয়া। সারাবিশ্ব সোশাল মিডিয়াকে বেছে নিয়েছে তাদের ব্যাপারে আগ্রহী মানুষগুলোকে সঙ্গে রাখতে। আপনার ইমেইলের মতোই সোশাল মিডিয়াতেও আপনি প্রায় প্রতিদিনই লগইন করে থাকেন। আর অ্যান্ড্রয়েড কথন পাঠকরা যেন নতুন কোনো তথ্যই মিস না করেন সে লক্ষ্যে আমরা একাধিক সোশাল মিডিয়ায় যোগ দিয়েছি।

সোশাল মিডিয়াগুলোয় আমাদের সঙ্গে থাকার কয়েকটি সুবিধা হলোঃ

  • পোস্ট প্রকাশিত হওয়ামাত্রই আপডেট পাওয়া।
  • নতুন প্রকাশিত পোস্টটি আপনার কাজে আসবে কি না তা সাইটে বারবার ভিজিট না করেই জানতে পারা।
  • অ্যান্ড্রয়েড সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বা টিউটোরিয়ালের অনুরোধ পাঠানো।
  • খুঁটিনাটি খবর জানতে পারা যেগুলো খুবই ছোট হওয়ায় আমরা সাইটে প্রকাশ না করার সিদ্ধান্ত নিই।

তো আর দেরি কেন? এখনই যোগ দিন আমাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলোয় (যে কোনো পৃষ্ঠা থেকে ডান পাশেও যে কোনো সময় লিংক বা সরাসরি ফলো করতে পারবেন গুগল প্লাসে বা লাইক করতে পারবেন ফেসবুক পেজ।)।

ফেসবুক | গুগল প্লাস | টুইটার

অ্যান্ড্রয়েড কথন গ্রুপ

অ্যান্ড্রয়েড কথন ফেসবুক পেজে অনেক ব্যবহারকারীই অ্যান্ড্রয়েড সংক্রান্ত বিভিন্ন সাহায্য চেয়ে পোস্ট দিতে শুরু করেন। তাই আমরা সিদ্ধান্ত নিই যে, আমাদের একটি আলাদা গ্রুপ থাকবে যেখানে পাঠকরা তাদের সমস্যা পোস্ট করতে পারবেন। গ্রুপের ঠিকানাঃ http://www.facebook.com/groups/androidkothon

অ্যান্ড্রয়েড কথন ফোরাম

অ্যান্ড্রয়েড কথন ফোরাম প্রথম বাংলা ভাষায় অ্যান্ড্রয়েড বিষয়ে ডেডিকেটেড আলোচনার ফোরাম যেখানে অভিজ্ঞ ব্যবহারকারীরা নতুনদের বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন ও অ্যাপ্লিকেশন বিষয়ক জিজ্ঞাসার জবাব দিয়ে থাকেন। এছাড়াও নতুন-পুরনো অ্যান্ড্রয়েড ডিভাইস বেচা-কেনার সুবিধাও রয়েছে ফোরামে। অ্যান্ড্রয়েড কথন ফোরামের ঠিকানাঃ http://forum.androidkothon.com

এছাড়াও নতুন পোস্ট প্রকাশিত হওয়ামাত্রই তা ইমেইলে পেতে চাইলেও ইমেইলের মাধ্যমে গ্রাহক হতে পারেন। এ জন্য নিচে আপনার ইমেইল ঠিকানা লিখে এন্টার চাপুন ও ইনবক্সে পাঠানো লিংকে ক্লিক করে সাবস্ক্রিপশন চালু করুন।