আয় কমেছে এইচটিসির: প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে স্যামসাং ও সনি থেকে

সম্প্রতি এইচটিসি তাদের ২০১২ সালের তৃতীয় কোয়ার্টারের (জুলাই – সেপ্টেম্বর) আয়ের হিসাব প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত বছরের তুলনায় কোম্পানিটির আয় কমে গেছে ৪৮ শতাংশ।

htc

এইচটিসির দ্বিতীয় কোয়ার্টারের (এপ্রিল – জুন) আয়ের পরিমান ছিল ৩ বিলিয়ন ডলার প্রায়। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বরে এসে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২.৩৭৯ বিলিয়ন ডলারে। সরকারকে ট্যাক্স দেয়ার পর এইচটিসির নিট আয় হয়েছে ১৩৩ মিলিয়ন ডলার। অথচ মাত্র তিন মাস আগেই দ্বিতীয় কোয়ার্টারে তারা আয় করেছিল ২৪৭ ডলার। এতেই বোঝা যায় এইচটিসি ওয়ান এক্স-এর মতো দারুণ সব ডিভাইস বাজারে আনলেও প্রতিযোগিতায় যথেষ্টই পিছিয়ে পড়ছে দিনে দিনে।

তবে এইচটিসি আশা করছে, তাদের কপাল শিগগিরই ফিরবে। সম্পূর্ণ নতুন কিছু অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি বাজারের আকার বাড়াতে তারা উইন্ডোজ ফোন চালিত ডিভাইসও বাজারে আনছে। উইন্ডোজ ফোন ৮এক্স এবং ৮এস নামের ডিভাইসগুলো বাজারে আসলে এ বছরের শেষের কোয়ার্টারের আয়ের হিসেবেই দেখা যাবে আসলেই কতটুকু অগ্রগতি করতে সক্ষম হয়েছে এইচটিসি।