[গুজব] এইমাসেই নতুন নেক্সাস ফোন আনতে পারে গুগল

গুগল গ্যালাক্সি নেক্সাস

সম্প্রতি একাধিক সূত্র জানিয়েছে, গুগল এই মাসেই অর্থাৎ আগামী ৩০ দিনের মধ্যেই তাদের নতুন গ্যালাক্সি নেক্সাস ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারে। সাইটগুলো জানিয়েছে, যেসব সূত্রে এই তথ্য পাওয়া গেছে, তারা আগেও বিভিন্ন ডিভাইস ঘোষণা হওয়ার আগে খবর দিয়েছিল যা বাস্তবের সাথে মিলে গেছে। তাই ধারণা করা হচ্ছে, আপাতত গুজব বলে চালানো হলেও আসলেই হয়তো নতুন নেক্সাস ফোন অক্টোবরেই আলোর মুখ দেখবে।

গ্যালাক্সি শব্দ শুনে অনেকেই স্যামসাং-এর গ্যালাক্সি সিরিজের কথা ভাবলেও গ্যালাক্সি নেক্সাস মূলত গুগলের নিজস্ব ফোন। গুগলের দু’টি ডিভাইস এই মূহুর্তে বাজারে রয়েছে। একটি হচ্ছে নেক্সাস ৭ ও গ্যালাক্সি নেক্সাস । যদিও গুগল নিজেদের কারখানায় এই ডিভাইসগুলো উৎপাদন করেনি, এগুলো গুগলের তত্ত্বাবধানেই তৈরি হয়েছে ও বাজারে বিক্রি হচ্ছে। এছাড়াও গ্যালাক্সি নেক্সাস ও নেক্সাস ৭-ই প্রথম ডিভাইস যেগুলো অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন (৪.১) নিয়ে বাজারে আসে।

নতুন গুজব অনুসারে, গুগল তাদের নতুন নেক্সাস ফোনে দিয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন এবং অ্যান্ড্রয়েড ৪.২। যদিও অনেকে আশা করেছিলেন আগামী নেক্সাস ডিভাইসে অ্যান্ড্রয়েডের ৫.০ কি লাইম পাই দেয়া হবে, কিন্তু গুগল তা না করে নেক্সাস ফোনের সঙ্গে অ্যান্ড্রয়েড জেলি বিনের আপডেটেড সংস্করণ ৪.২ দিবে বলেই ধারণা করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ৪.২ তৈরি হয়ে গেছে এর প্রমাণও পাওয়া গেছে। কিছু ওয়েবসাইট তাদের সার্ভার লগে অ্যান্ড্রয়েড ৪.২ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস থেকে ভিজিট পেয়েছে বলে জানিয়েছে। যার অর্থ এই যে, অ্যান্ড্রয়েড ৪.২ আসলেই তৈরি হয়ে গেছে।

অ্যান্ড্রয়েড ৪.২

গ্যালাক্সি নেক্সাস ছাড়াও নেক্সাস ৭-এর ৩জি মডেম, এন্ট্রি লেভেল গ্যালাক্সি নেক্সাস ও নেক্সাস ১০ ট্যাবলেটও আসতে পারে বলে গুজব রয়েছে।

গুগল অক্টোবরের ২৯-৩০ তারিখে অল থিংস ডি’এর “ডাইভ ইনটু মোবাইল” অনুষ্ঠানেই আগামী নেক্সাস ডিভাইস উদ্বোধন করবে বলে আশা করা হচ্ছে। দুই বছর আগে ঠিক এই অনুষ্ঠানেই অ্যান্ড্রয়েড ৩.০ হানিকম্ব চালিত মটোরোলা জুম ট্যাবলেট উদ্বোধন করা হয়। এমনকি, গুগলের গ্যালাক্সি নেক্সাস ডিভাইসও গত বছরের অক্টোবরেই ঘোষণা করা হয়।

কাজেই, এই মাসেই গুগলের নতুন গ্যালাক্সি নেক্সাসের মুখ দেখা যাবে এমনটা আশা করা খুব একটা ভুল হবে না হয়তো।