এশিয়ার বাজারে এলো গুগল নেক্সাস ৭

নেক্সাস ৭

ট্যাবলেটের বাজার যখন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ও অ্যামাজন যেখানে তাদের ১৯৯ ডলারের নিজস্ব অ্যান্ড্রয়েড সংস্করণ দিয়ে সবচেয়ে কমদামে ব্র্যান্ডেড ট্যাবলেটের উপাধি নিয়ে আছে, ঠিক তখনই প্রতিযোগিতাটা চাঙ্গা করে বাজারে আসে গুগলের নেক্সাস ৭। মূলত আসুসের তৈরি এই নেক্সাস ৭ ডিভাইসটি গুগলের সরাসরি তত্ত্বাবধানে তৈরি হয়। ১৯৯ ডলারের এই ডিভাইস প্রথমবারের মতো এশিয়ার বাজারে নিয়ে এসেছে গুগল।

আরও পড়ুনঃ নেক্সাস ৭ বনাম কিন্ডল ফায়ার এইচডি

গুগল প্লে স্টোর থেকে সূর্যোদয়ের দেশ জাপানের অধিবাসীরা চাইলে এখনই মাত্র ২৫০ ডলারে কিনে নিতে পারবেন গুগলের এই ট্যাবলেট পিসি। স্থানীয় মুদ্রা ইয়েনে এর দাম পড়ে প্রায় ১৯,৮০০ ইয়েন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, স্পেন, ও কানাডার পর এই প্রথম জাপানের মধ্য দিয়ে এশিয়ার বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলো নেক্সাস ৭। এর আগে অনেক খুচরা বিক্রেতাই নিজেরা যুক্তরাষ্ট্র থেকে নেক্সাস ৭ এনে এশিয়ার বিভিন্ন দেশে বিক্রি করলেও সরাসরি গুগলের কাছ থেকে নেক্সাস ৭ কেনা যায়নি এই উপমহাদেশ থেকে।

অন্য একটি সূত্র জানিয়েছে, আসছে নভেম্বরে নেক্সাস ৭ পাশ্ববর্তী দেশ ভারতেও আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। তখন একইসঙ্গে ওয়াই-ফাই ও ৩জি সংযোগের নেক্সাস ৭ চালু করা হতে পারে বলে জানা গেছে।

অতএব, জাপানে কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব থাকলে তাদের দিয়েই আনিয়ে নিতে পারবেন গুগলের ট্যাবলেট ডিভাইস, নেক্সাস ৭।