অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ (সংস্করণ ৪.০) আপগ্রেড আসছে না এইচটিসি ডিজায়ার এইচডি হ্যান্ডসেটে। ব্যবহারকারীরা রুট করে আইসক্রিম স্যান্ডউচ বা জেলি বিন ইন্সটল করতে পারলেও অফিসিয়ালি ব্যবহারকারীদের আইসক্রিম স্যান্ডউইচ আপগ্রেড না দেয়ার কথাই জানিয়েছে এইচটিসি।
এর আগে অনেক ব্যবহারকারীই ফোরাম ও ব্লগে জানিয়েছে আইসক্রিম স্যান্ডউইচ দিয়ে তৈরি কাস্টম রম এইচটিসি ডিজায়ার এইচডি হ্যান্ডসেটে খুব বাজে পারফরম্যান্স দেয়। এই পারফরম্যান্সে ডিজায়ার এইচডিতে আইসক্রিম স্যান্ডউইড আপগ্রেড আনুষ্ঠানিকভাবে আসবে না এমন আশঙ্কাও প্রকাশ করেন অনেকে। তখন এইচটিসি জানায়, তারা ডিজায়ার এইচডির জন্য অ্যান্ড্রয়েড ৪.০ আপগ্রেড তৈরি করতে কাজ করছে।
তবে সম্প্রতি এইচটিসি সরাসরি জানিয়ে দিয়েছে, এই হ্যান্ডসেটে অফিসিয়ালি আইসিএস (আইসক্রিম স্যান্ডউইচ) আপগ্রেড আসছে না। এইচটিসির মতে, ডিভাইসে সর্বশেষ সফটওয়্যার দেয়ার চেয়েও ব্যবহারকারীরা ডিভাইসে কেমন পারফরম্যান্স পাচ্ছেন তা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর এ জন্যই তারা এইচটিসি ডিজায়ার এইচডি সেটে আইসিএস আপগ্রেড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ধারণা করা হচ্ছে, এইচটিসির সিদ্ধান্ত চূড়ান্ত। তাই যেসব এইচটিসি ডিজায়ার এইচডি ব্যবহারকারীরা অফিসিয়াল আইসক্রিম স্যান্ডউইচ আপগ্রেডের জন্য অপেক্ষায় ছিলেন, তারা অপেক্ষা শেষ করতে পারেন। তবে অফিসিয়াল ছাড়াও আনঅফিসিয়ালি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আইসক্রিম স্যান্ডউইচ কেন, সর্বশেষ সংস্করণ জেলি বিনও ইন্সটল করা সম্ভব।