স্যামসাং-এর গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীরা অনেকদিন ধরেই প্রহর গুণছেন গুগলের নেক্সাস ৭-এর হাত ধরে বাজারে আসা অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেট পাবার। বিভিন্ন সূত্র বিভিন্ন সময় গ্যালাক্সি এস থ্রি-তে জেলি বিন শিগগিরই আসছে বলে খবর প্রকাশ করলেও নিশ্চিতভাবে কোনো তারিখ জানা যায়নি। এখনও নিশ্চিতভাবে কোনো তারিখ জানা না গেলেও স্যামসাং জেলি বিন আপডেটের বিষয়টি নিশ্চিত করছে। হয়তো এটি সবার জন্য সুখবর নয়। কিন্তু সুখবর হচ্ছে এই যে, কেবল গ্যালাক্সি এস থ্রি ছাড়াও আরো অনেকগুলো ডিভাইসে আসছে জেলি বিন আপডেট।
স্যামসাং জানিয়েছে, জেলি বিনে গুগলের দেয়া গুগল নাও ও প্রজেক্ট বাটার আপডেটগুলো ছাড়াও তাদের নিজস্ব কিছু আপডেট থাকবে। উল্লেখ্য, প্রজেক্ট বাটার হচ্ছে গুগলের নতুন এক প্রযুক্তি যা ডিভাইসের হার্ডওয়্যার পারফরম্যান্সে চোখে পড়ার মতো পরিবর্তন আনে। এর মাধ্যমে সিপিইউ ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিটকে একসঙ্গে কাজে লাগিয়ে ব্যবহারকারীর ডিভাইসকে আরও শক্তিশালী করে তুলতে পারে।
অ্যান্ড্রয়েডের এসব কোর আপডেট ছাড়াও স্যামসাং তাদের পপ-আপ ভিডিও প্লে সুবিধাকে আরও উন্নত করেছে। এছাড়াও “ইজি মোড” নামের একটি উইজেট আনছে স্যামসাং যেটি প্রায়শঃ ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর একটি তালিকা হোমস্ক্রিনে রাখবে। “ব্লকিং মোড” নামে আরেকটি সুবিধা আসছে নতুন আপডেটে যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট অ্যাপ্লিকেশনকে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রাখতে পারবেন।
এবার আসল সুখবর। স্যামসাং জানিয়েছে, কেবল গ্যালাক্সি এস থ্রি-ই নয়, বরং আরও বেশ কিছু স্যামসাং ডিভাইস পাবে নতুন এই জেলি বিন ৪.১ আপডেট। সেসব ডিভাইসগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি এস অ্যাডভান্সড, গ্যালাক্সি চ্যাট, গ্যালাক্সি এইস (প্যারাসিটামল 😉 ) ২ ও এইস প্লাস, গ্যালাক্সি বিম, গ্যালাক্সি মিনি ২, গ্যালাক্সি এস ডুয়োস, গ্যালাক্সি ট্যাব ২ ৭.০, গ্যালাক্সি ট্যাব ৭.০ প্লাস, গ্যালাক্সি ট্যাব ২ ১০.১, গ্যালাক্সি নোট ১০.১ এবং গ্যালাক্সি মিউজিক।
গ্যালাক্সি মিউজিক কী জিনিস সেই ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।আমি ধারণা করছি, গ্যালাক্সি মিউজিক হচ্ছে গ্যালাক্সি প্লেয়ারের নতুন নাম। এছাড়াও জানা যায়নি কবে নাগাদ এসব ডিভাইসের মালিকরা কাঙ্ক্ষিত অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন আপডেট পাবেন। তবে তারা যে আপডেট পেতে যাচ্ছেন, এই ব্যাপারে এখন নিশ্চিত হওয়া গেল। সেটাই বা কম কিসে!
আপনার কি উপরের কোনো গ্যালাক্সি ডিভাইস রয়েছে? জেলি বিন আপডেট করার জন্য কি আপনি অপেক্ষা করছেন নাকি যেটা আছে সেটাই রাখবেন ভাবছেন?